জানা গিয়েছে, উত্তর ভাঙনখালি এলাকার একটি ফিসারির রাস্তা দিয়ে এলাকার লোকজন যাতায়াত করেন। সেই রাস্তা নিয়ে বচসা নাসিমা লস্কর ও তাঁর প্রতিবেশীদের মধ্যে শুরু হয়। অভিযোগ, বচসার সময় আচমকা কয়েকজন প্রতিবেশী যুবক মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করেন। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে কোনও প্রকারে পালিয়ে প্রাণে বাঁচেন আক্রান্ত ওই মহিলা। পরে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেন।
advertisement
আরও পড়ুনঃ শান্তিনিকেতনের পৌষ মেলায় নয়া রেকর্ড! ১২টি স্টল থেকে লক্ষ লক্ষ টাকার বই বিক্রি, অঙ্কটা বিশাল
এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা অর্পণ দাস বলেন, এই রাজ্যে মহিলাদের সুরক্ষা অনিশ্চিত। যেখানে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে মহিলারা সুরক্ষিত নন বলে অভিযোগ তোলেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল তিনি জানান, খুবই নিন্দনীয় ঘটনা। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। আমাদের পুলিশ প্রশাসনের উপর ভরসা রয়েছে। ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মন্ডল জানান, ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের পক্ষ থেকে বাসন্তী থানায় অভিযোগ জানানো হয়েছে। আমরা সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছি। আমাদের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।






