আরও পড়ুনঃ পরকীয়ায় ‘বুঁদ’! প্রেমিকের সঙ্গে অশান্তির জেরে রেললাইনে মাথা… গৃহবধূর কাণ্ডে শোরগোল
ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে দীনবন্ধু পয়রা নামের এক ব্যক্তিকে। যিনি মৃত পলাশের প্রতিবেশী। অভিযোগ, মুরগি চুরি রুখতে নিজের বাড়ির চারপাশে জি আই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল দীনবন্ধু। রাতে মাছ ধরে ফেরার পথে সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পলাশের। এরপর কাউকে কিছু না বলে পলাশের মৃতদেহটি বাড়িতে লুকিয়ে রেখেন এবং পরে সুযোগ বুঝে রাতের অন্ধকারে নদীতে ফেলে দেন অভিযুক্ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীনবন্ধুর কয়েক দিনের অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সেই খবর জানাজানি হতেই গ্রামবাসীদের হাতে ধরা পড়ার ভয়ে রবিবার দীনবন্ধু জয়নগর স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে আটকায় স্থানীয়রা। এরপর কুলতলি থানার পুলিশকে খবর দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে খুনের রহস্য ফাঁস হয়। অভিযুক্ত দীনবন্ধু নিজের কৃৎকর্ম স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। যদিও পলাতক রয়েছে ধৃতের স্ত্রী। সোমবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।