গীতা দেবী পেশায় সবজি বিক্রেতা। অভিযোগ কয়েক বছর আগে বাড়ির ছাদ ঢালার সময় তিন লাখ টাকা সাহায্য করেছিল ছেলে কমলেশ। মোট খরচ হয়েছিল আট লাখ টাকা। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই মা বাবার কাছে ১৩ লাখ টাকা দাবি করে বসে সে। কাছে এত টাকা না থাকায় গীতা দেবী টাকা দিতে অস্বীকার করেন। তিনি জানান, ছেলে যে টাকা দিয়েছিল তা ফেরত দেবেন কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া সম্ভব নয়।
advertisement
আরও পড়ুন: আলিপুরদুয়ারে প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেফতার ২! উত্তর-পূর্ব ভারতে বিক্রির ছক ছিল দু’জনের
এরপরই মায়ের ওপর চড়াও হয় কমলেশ। মায়ের মাথায় আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগ। এমনকি বাবাকেও মারধর করে সে। রক্তাক্ত অবস্থায় গীতা দেবীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর আহত মা গীতা দেবী দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছেলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে চাঞ্চল্যের ছায়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের প্রশ্ন টাকার জন্য এ কেমন পুত্রসন্তান যে তার নিজের মা কে এভাবে মারতে পারে তা নজিরবিহীন ঘটনা। কীভাবে নিজের জন্মধাত্রী মাকে মারে। তবে এই ধরনের ঘটনা প্রথম নয় এর আগেও এই ঘটনা ঘটেছে। এখন ছেলে মেয়ের কাছে বাবা মার বয়স হলে বোঝা হয়ে যায়।






