এরপর সেখানে তাদের কাছ থেকে কাগজপত্র দেখতে চাওয়া হয়। অনেকেই সমস্ত কাগজ দেখালেও তাদের হেনস্থা করা হয়। পরে ৭ জনকে ছেড়ে দেয়। এ নিয়ে মলয় হালদার নামের এক পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, এইরকম হতে পারে তা তাঁরা ভাবতে পারেননি। হঠাৎ এসে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় খুবই আতঙ্কিত তাঁরা।
advertisement
এ নিয়ে রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা জানান, ওই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তাদের সমস্ত প্রাশাসনিক সাহায্য করে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ১৯ জুলাই, ২০২৫: কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
অভিযোগ রয়েছে স্থানীয় পুলিশের বিরুদ্ধেও। পরিযায়ী শ্রমিকদের কর্মস্থল থেকে অন্যত্র তুলে নিয়ে যাওয়া আটক করে হেনস্থা করা হয়। এরপর বিভিন্ন নথি দেখতে চাওয়া হয়। অভিযোগ, পাসপোর্ট, আধার, প্যান, ভোটার কার্ড-সহ জন্ম, শিক্ষার শংসাপত্র ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দেখালেও তাঁদেরকে ছাড়া হয়নি। উপরন্তু কাছে থাকা মোবাইল কেড়ে নেওয়া হয়। পরিযায়ী শ্রমিকদের দাবি বাংলা ভাষায় কথা বলার জন্যই তাঁদেরকে বাংলাদেশি ভেবে হেনস্থা করা হয়েছে।
নবাব মল্লিক