TRENDING:

South 24 Parganas News: বাঙালি হেনস্থা, ওড়িশায় কাজে গিয়ে আতঙ্কে রায়দিঘির ১২ পরিযায়ী শ্রমিক

Last Updated:

ফের আবারও বাংলাদেশের নাগরিক সন্দেহে হেনস্থার শিকার হতে হল পশ্চিমবঙ্গের নাগরিককে। কাজের জন্য ভিন রাজ্যে গিয়ে আটক হলেন রায়দিঘির ১২ জন বাসিন্দা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি: ফের আবারও বাংলাদেশের নাগরিক সন্দেহে হেনস্থার শিকার হতে হল পশ্চিমবঙ্গের নাগরিককে। কাজের জন্য ভিন রাজ্যে গিয়ে আটক হলেন রায়দিঘির ১২ জন বাসিন্দা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই হয়রানির অভিযোগ উঠেছে আবার সেই ওড়িশা থেকেই। সূত্রের খবর, ওই পরিযায়ী শ্রমিকরা কাজ করে রাতে নিজেদের ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎ করে গভীর রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় অন্যত্র।
আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা
আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা
advertisement

এরপর সেখানে তাদের কাছ থেকে কাগজপত্র দেখতে চাওয়া হয়। অনেকেই সমস্ত কাগজ দেখালেও তাদের হেনস্থা করা হয়। পরে ৭ জনকে ছেড়ে দেয়‌। এ নিয়ে মলয় হালদার নামের এক পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, এইরকম হতে পারে তা তাঁরা ভাবতে পারেননি। হঠাৎ এসে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় খুবই আতঙ্কিত তাঁরা।

advertisement

আরও পড়ুন: মুশকিলে পুতিন! রাশিয়াকে কোণঠাসার চেষ্টা ২৭ দেশের? সঙ্কটমোচনে পাশে দাঁড়াল ‘বন্ধু’ ভারত, নিষেধাজ্ঞা নিয়ে বড় বার্তা

এ নিয়ে রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা জানান, ওই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তাদের সমস্ত প্রাশাসনিক সাহায্য করে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন:  ১৯ জুলাই, ২০২৫: কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

অভিযোগ রয়েছে স্থানীয় পুলিশের বিরুদ্ধেও। পরিযায়ী শ্রমিকদের কর্মস্থল থেকে অন্যত্র তুলে নিয়ে যাওয়া আটক করে হেনস্থা করা হয়। এরপর বিভিন্ন নথি দেখতে চাওয়া হয়। অভিযোগ, পাসপোর্ট, আধার, প্যান, ভোটার কার্ড-সহ জন্ম, শিক্ষার শংসাপত্র ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দেখালেও তাঁদেরকে ছাড়া হয়নি। উপরন্তু কাছে থাকা মোবাইল কেড়ে নেওয়া হয়। পরিযায়ী শ্রমিকদের দাবি বাংলা ভাষায় কথা বলার জন্যই তাঁদেরকে বাংলাদেশি ভেবে হেনস্থা করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বাঙালি হেনস্থা, ওড়িশায় কাজে গিয়ে আতঙ্কে রায়দিঘির ১২ পরিযায়ী শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল