দীর্ঘদিন এই রাস্তা খারাপ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রতিদিন কয়েক হাজার মানুষ ব্যবহার করেন। রাস্তা না সারানোয় বড় গাড়ি সহজে যেতে চায় না রাস্তা দিয়ে।
আরও পড়ুন: জয়নগরে পথ নিরাপত্তা সপ্তাহ! চক্ষু পরীক্ষা থেকে পুলিশের একেক পর এক পদক্ষেপ
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর দুই ব্লকের এই রাস্তায় পিচের আস্তরণ অনেক আগেই উঠে গিয়েছে। রাস্তাজুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এই পথে একাধিক গ্রাম আছে। আছে একাধিক প্রাইমারি ও হাইস্কুল রয়েছে। গুরুত্বপূর্ণ জটা যোগেন্দ্রপুর হাইস্কুল এই রাস্তার পাশে রয়েছে। যাওয়া যায় দমকল খেয়াঘাট ও মাঝের খেয়াতে। সংযোগ রক্ষা হয় কুলতলি ব্লকের সঙ্গে। স্থানীয়দের অভিযোগ রাস্তা তো সারান হয় না একেবারেই। কিন্তু বারবার দেওয়া হয় আশ্বাস।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে বর্ষার সময় জল জমে সেগুলি ডোবার আকার নেয়। রাস্তায় গাড়ি চালানোর সময় বোঝা যায় না রাস্তার কোন অংশ দিয়ে গাড়ি চালাতে হবে। সন্ধ্যার পর গাড়ি চলাচল একেবারে বন্ধ হয়ে যায় বললেই চলে। খুব দরকার ছাড়া সন্ধ্যার পর বের হন না কেউই। এই রাস্তার গুরুত্ব বিবেচনা করে দ্রুত রাস্তা সারানোর আবেদন করেছেন সকল গ্রামবাসী। এখন দেখার কবে সারান হয় এই রাস্তা।
নবাব মল্লিক