শিল্পী প্রণব হালদার তাঁর অভিনব ভাবনায় এই থিমের রূপ দিয়েছেন। থিমের মাধ্যমে তিনি তুলে ধরতে চেয়েছেন মানুষের ভেতরের ও বাইরের রূপের দ্বন্দ্ব। অনেক সময় আমরা যেভাবে মানুষকে বাইরে থেকে দেখি, বাস্তবে তিনি ভেতরে সম্পূর্ণ ভিন্ন হতে পারেন। এই মনস্তাত্ত্বিক সত্যকেই প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুজোর মণ্ডপে।
আরও পড়ুন: বৃদ্ধাবাসে নতুন আনন্দ, খুশিতে ডগমগ ‘ওঁরা’! দুর্গাপুজোয় যা করলেন হাওড়া যুবরা
advertisement
পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে শোভন হালদার জানিয়েছেন, থিম দেখার জন্য ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে। আশেপাশের গ্রাম ছাড়াও দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। এবছর এখানে পালিত হবে দশেরা। সচরাচর এই অঞ্চলে এমন অনুষ্ঠান হয় না, ফলে মানুষের আগ্রহ আরও বেড়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, ইনাৎপুরের এই থিমপুজো কেবল শিল্পকর্ম নয়, বরং মানুষের অন্তর্জগতের প্রতিচ্ছবি তুলে ধরছে। স্থানীয়রা আশা করছেন, এ বছরের এই অভিনব আয়োজন দীর্ঘদিন মানুষের মনে থেকে যাবে। এই পুজোর বয়স খুব কম। মাত্র ৩ বছর ধরে হচ্ছে এই পুজো। কিন্তু বয়স কম হলে কী হবে এর মধ্যে থেকে জনপ্রিয় হয়ে উঠেছে এই পুজো উদ্যোক্তাদের নিজস্ব চিন্তাভাবনাকে পাথেয় করে।