মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তি থানার দু’নম্বর সোনাখালী পঁচাপাড়া গ্রামে মদ খেয়ে এক গৃহবধূকে কুৎসিত ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমন ঘটনার প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। পুরো ঘটনায় অভিযুক্ত যুবক হলেন বিজয় নস্কর।
আরও পড়ুন: বাইকে বাইকে মুখোমুখি সং*ঘর্ষ, তারপরেই পি*ষে দিল ডাম্পার! হাড়হিম করা কাণ্ড ভাঙড়ে…
advertisement
ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার ওই গৃহবধূর পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় বিজয় ওই গৃহবধূর বাড়িতে চড়াও হয়ে গালিগালাজ করে। সেই ঘটনার প্রতিবাদ করে সাধন নস্কর নামে এক ব্যক্তি। আর এরপরই বিজয় নস্কর সাধন নস্করের উপরে ধারালো অস্ত্র পায়ে কোপ মারে। এই ঘটনায় গুরুতর আহত হয় সাধন নস্কর।
আরও পড়ুন: শিলান্যাসের পর কেটে গেছে ২১ বছর, তবুও বসিরহাট পেল না স্বপ্নের টার্মিনাস! কতটা কষ্ট জানুন
পরিবারের লোকজন সাধন নস্করকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ক্যানিং মহকুমা হাসপাতালে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে বাসন্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে এই ঘটনার পরে এলাকার ছেড়ে চম্পট দেয় বিজয় নস্কর। তার খোঁজে তল্লাশি শুরু করেছে বাসন্তি থানার পুলিশ।