আরও পড়ুন: কয়েকশো টাকায় যেন ‘আমাজনের জঙ্গলে’! কলকাতার কাছেই হাত খরচে ঘুরবেন স্বর্গ, দেখুন
কুলপির প্রত্যন্ত এক গ্রাম উদয়রামপুরে বাড়ি লাবণ্যর। বাবা মাঠে ভাগ চাষ করেন। অভাবের সংসারে পড়াশোনা চালানোই দায় লাবণ্যর। তার মত গ্রামের আরও অনেক ছেলে-মেয়ে অভাবের সংসারে কোনওরকমে পড়াশোনা করে। এর মধ্যে থেকেই আট বছর আগে খুব ছোট বেলায় স্থানীয় রামকৃষ্ণ যোগ ব্যায়াম সেন্টারে যায় লাবণ্য। খেলাধুলার প্রতি আগ্রহ দেখে ওই সেন্টারের শিক্ষক বিরাজ মন্ডল তাকে যোগব্যায়ামের প্রশিক্ষণ দিতে শুরু করে।
advertisement
আরও পড়ুন: খালের পাড়ে জমি আছে? এইভাবে লাভবান হতে পারেন আপনিও
দীর্ঘদিন পর লাবণ্য সাফল্য লাভ করেছে। আর এর পরই খুশির জোয়ার বইছে লাবণ্যর গ্রামে। লাবণ্য আরও বড় হোক এটাই চায় সকলে। সেজন্য স্থানীয় পঞ্চানন মন্দিরে পুজো দিয়েছেন গ্রামবাসীরা। প্রত্যন্ত গ্রাম থেকে এমন প্রতিভা উঠে আসায় খুশি সকলেই।
খুশি লাবণ্যও, মাত্র ১৩ বছর বয়সে এই সাফল্য লাভের পর আগামী দিনে আরও বড় প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে চায় সে। চোখে অনেক সপ্ন, আগামীদিনে পুলিশ হতে চায় সে। আর পুলিশ হওয়ার পর নিজের গ্রামে এসে গরীব দু:স্থ ব্যক্তিদের সেবা করতে চায় সে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এখন তার সামনে রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতা রয়েছে। আপাতত সেদিকেই লক্ষ্য তার।
নবাব মল্লিক