TRENDING:

বাড়িতে অসুস্থ বাবা-মা, একা বোন...! অসমে কাজে গিয়ে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার যুবক

Last Updated:

পেটের দায়ে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল কাকদ্বীপের এক যুবকের। ওই যুবকের নাম সোমনাথ জানা। তিনি আসামে কাজে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পেটের দায়ে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল কাকদ্বীপের এক যুবকের। ওই যুবকের নাম সোমনাথ জানা (২৭)। তিনি অসমে কাজে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। পরিবারের একমাত্র সন্তান সোমনাথ লেখাপড়াতেও ভাল ছিলেন। কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে একটি ফোন আসার পর পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে।
অসমে কাকদ্বীপের যুবকের মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া 
অসমে কাকদ্বীপের যুবকের মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া 
advertisement

কাকদ্বীপের বামানগর পার্বতীপুর এলাকার ওই যুবক অসমে কাজে যেতেন। ১৬ অগাস্টে বাড়িতে আসেন সোমনাথ, গত মঙ্গলবার বাড়ি থেকে আবারও কর্মস্থলের দিকে রওনা দেন তারা‌। তবে বৃহস্পতিবারের পর থেকে সোমনাথের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন। এর মধ্যে সোমনাথের কথা চিন্তা করে উৎকন্ঠার মধ্যে দিন কাটছিল পরিবারের।‌

আরও পড়ুন: পটল, লঙ্কা চাষই করবেন না চাষিরা? বড় পদক্ষেপের পথে মুর্শিদাবাদের এইসব এলাকার কৃষকরা! কেন জানুন

advertisement

View More

বাড়িতেই অসুস্থ বাবা-মা এবং একমাত্র বোনের ভরসা ছিলেন তিনি। সোমনাথের খবর না পাওয়ায় তারা চিন্তিত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত জানা গিয়েছে, অসমে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোমনাথের। এই খবর শোনার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হয়েছেন। এ নিয়ে মৃতের বাবা গৌরহরি জানা জানিয়েছেন, তাঁদের সব শেষ হয়ে গিয়েছে। পরিবারের পাশে যাতে রাজ্যের সরকার এসে সহযোগিতা করে খুব ভাল হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

মর্মান্তিক এই খবর শোনার পর শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃতের এক আত্মীয় প্রকাশ জানা জানিয়েছেন, মৃতদেহ কীভাবে ফেরানো হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা। এই মুহূর্তে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া‌।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়িতে অসুস্থ বাবা-মা, একা বোন...! অসমে কাজে গিয়ে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল