কাকদ্বীপের বামানগর পার্বতীপুর এলাকার ওই যুবক অসমে কাজে যেতেন। ১৬ অগাস্টে বাড়িতে আসেন সোমনাথ, গত মঙ্গলবার বাড়ি থেকে আবারও কর্মস্থলের দিকে রওনা দেন তারা। তবে বৃহস্পতিবারের পর থেকে সোমনাথের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন। এর মধ্যে সোমনাথের কথা চিন্তা করে উৎকন্ঠার মধ্যে দিন কাটছিল পরিবারের।
আরও পড়ুন: পটল, লঙ্কা চাষই করবেন না চাষিরা? বড় পদক্ষেপের পথে মুর্শিদাবাদের এইসব এলাকার কৃষকরা! কেন জানুন
advertisement
বাড়িতেই অসুস্থ বাবা-মা এবং একমাত্র বোনের ভরসা ছিলেন তিনি। সোমনাথের খবর না পাওয়ায় তারা চিন্তিত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত জানা গিয়েছে, অসমে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোমনাথের। এই খবর শোনার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হয়েছেন। এ নিয়ে মৃতের বাবা গৌরহরি জানা জানিয়েছেন, তাঁদের সব শেষ হয়ে গিয়েছে। পরিবারের পাশে যাতে রাজ্যের সরকার এসে সহযোগিতা করে খুব ভাল হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মর্মান্তিক এই খবর শোনার পর শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃতের এক আত্মীয় প্রকাশ জানা জানিয়েছেন, মৃতদেহ কীভাবে ফেরানো হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা। এই মুহূর্তে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।