TRENDING:

Duare Pasad: দুর্গাপুজোর আগে অভিনব উদ্যোগ! বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে 'দুয়ারে প্রসাদ', প্যাকেটে থাকছে...

Last Updated:

দেবী মা জয়চন্ডীর প্রসাদ সহ আমন্ত্রণপত্র নিয়ে পুজো কমিটির সদস্যরা পৌঁছে যাচ্ছে এলাকার বাড়িতে বাড়িতে। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন দুয়ারে প্রসাদ কর্মসূচি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রতিমা ও মন্ডপ তৈরীর কাজে চলছে যুদ্ধকালীন তৎপরতা। আর তারই মধ্যে অভিনব উদ্যোগ নিল জয়নগর মজিলপুর পৌরসভার অন্তর্গত জয়চন্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
advertisement

জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী মা জয়চন্ডীর প্রসাদ সহ আমন্ত্রণপত্র নিয়ে পুজো কমিটির সদস্যরা পৌঁছে যাচ্ছে এলাকার বাড়িতে বাড়িতে। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন দুয়ারে প্রসাদ কর্মসূচি। এই দুয়ারে প্রসাদ প্যাকেটে থাকছে একটি প্যাড়া, বাতাসা এবং জয়চন্ডী মায়ের একটি ছবি দুর্গাপুজোর আমন্ত্রণপত্র।

আরও পড়ুন: অভূতপূর্ব! টুকরো টুকরো খবরের কাগজ দিয়ে যা করেন ‘এই’ শিল্পী, দেখলে চমকে যাবেন আপনিও

advertisement

View More

জয়চন্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক বলেন, দিঘা জগন্নাথ ধামের উদ্বোধনের পূর্বে রাজ্য সরকারের তরফ থেকে যে দুয়ারে প্রসাদ কর্মসূচি নেওয়া হয়েছিল, সেই কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে মূলত তাদের এই চিন্তাভাবনা। তিনি আরও জানান, এবারের পুজো ৩২তম বর্ষের। এবারের থিম রাঢ় বাংলার পরিব্রজ্যা। প্রতিবছরই নতুন কিছু করে দেখায়। সেই তাগিদেই এবছর পুজোর থিম সং ও করা হয়েছে। এছাড়া তারা তাদের এই দুর্গাপুজোয় বাইরে থেকে কোনও চাঁদা সংগ্রহ করছেন না।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জয়চন্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ। জয়নগর মজিলপুর পৌরসভার এক প্রবীণ নাগরিক এ বিষয়ে বলেন, “বাঙালির সেরা উৎসব শারোদৎসব শুরু হয়ে গিয়েছে। এই উৎসবের প্রাক্কালে জয়নগরে এই প্রথম কোনও দুর্গোৎসব কমিটির উদ্যোগে মহাপ্রসাদ বিতরণ করছে। জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী জয়চন্ডীর ছবি সহ মহাপ্রসাদ বিতরণ করছে। আমরা খুব খুশি।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duare Pasad: দুর্গাপুজোর আগে অভিনব উদ্যোগ! বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে 'দুয়ারে প্রসাদ', প্যাকেটে থাকছে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল