TRENDING:

South 24 Parganas News: 'লোন লাগবে' বলে ডেকে এ কী কাণ্ড! ঋণ নেওয়ার অছিলায় অপহরণ এজেন্টদের! ঢোলাহাটে গ্রেফতার ৩

Last Updated:

South 24 Parganas News: ঋণ নেবে বলে ডেকে পাঠিয়ে ৩ লোন এজেন্টকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল তিন যুবককে। অপহরণকারীদের হাত থেকে দ্রুত ওই লোন এজেন্টদের উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢোলাহাট, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ঋণ নেবে বলে ডেকে পাঠিয়ে ৩ লোন এজেন্টকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল তিন যুবককে। অপহরণকারীদের হাত থেকে দ্রুত ওই লোন এজেন্টদের উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ঋণ নেওয়ার কথা জানিয়ে ঋণগ্রহীতা ও ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থতাকারী তিনজন লোন এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ওই তিন যুবক।
ঢোলাহাট থানা<br>
ঢোলাহাট থানা<br>
advertisement

বারুইপুর ও হুগলি এলাকা থেকে ওই লোন এজেন্টরা কথাবার্তা বলতে এলে তাঁদের অপহরণ করে আটকে রাখা হয়। মুক্তিপণ হিসেবে প্রায় ৮ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। গোপনসূত্রে খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঢোলাহাটের বাসিন্দা ওই তিন অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

টাকা বাড়বে! Gen z-রা  অভ্যাস গড়ে তুলুন শুরু থেকেই, ৮টি জরুরি আর্থিক পরামর্শ মেনে চললেই ধনী হবেন 

advertisement

বেড়েই চলেছে দাম! আজ ৫ লক্ষ টাকার সোনা কিনলে ২০৩০ সালে তার দাম কত হবে? বিনিয়োগের আগে জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
বুকে গ্যাস জমে নরকযন্ত্রণা! ৫ বছরের লড়াই, শেষে সরকারি হাসপাতাল দিল নতুন জীবন
আরও দেখুন

সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় অপহৃতদের। অপহরণকারীদের কাছ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র ও অপহরণে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে। ধৃত তিনজনকে কাকদ্বীপ আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতদের গ্রেফতার করে তাদের সঙ্গে আর কেউ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে লোন প্রদানকারী সংস্থার কাছ থেকে অতিরিক্ত তথ্য নেওয়া হচ্ছে। ওই এজেন্টরা কেন ওখানে গেল সেই বিষয়টিও জানা যাচ্ছে। যদিও প্রাথমিকভাবে উঠে এসেছে ধৃতরাই লোন নেবে বলে প্রতরণার ফাঁদটি ফেলেছিল। আগে এমন কাজ তারা করেছে কিনা সেই বিষয়টিও দেখা হচ্ছে। পুলিশের এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করায় খুশি সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: 'লোন লাগবে' বলে ডেকে এ কী কাণ্ড! ঋণ নেওয়ার অছিলায় অপহরণ এজেন্টদের! ঢোলাহাটে গ্রেফতার ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল