হাঙর
এই সব হাঙর কোন ট্রলার থেকে এসেছে জিজ্ঞাসা করলে কোনও উত্তর না দিয়ে মাছগুলিকে লুকিয়ে ফেলতে ব্যস্ত মৎস্যজীবীরা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে তাহলে দিনের আলোতে এই ভাবে হাঙর নিধন করে নিয়ে আসছে মৎস্যজীবীরা? কোথায় মৎস্য দফতর ও বন দফতরের নজরদারি। এমন কী কাকদ্বীপে বিভিন্ন মাছের বাজারগুলোতে দেদার ভাবে বিক্রি হচ্ছে হাঙর। এই ভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে সমুদ্রে বাস্তু তন্ত্র ভেঙে পড়বে এমন ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞান মঞ্চের তরফে। মৎস্যজীবী সংগঠনের তরফে প্রশাসনকে একটু কঠোর কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে।
advertisement
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বড় হাঙর আর ধরা পড়ে না। ছোট ছোট কিছু হাঙর ধরা পড়ে অন্যান্য মাছ ধরার সময়। তবে বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য যাতে তা বাজারজাত না হয় সেদিকে নজর রাখা হবে।
অন্যদিকে জানা যাচ্ছে, বর্তমানে যে সকল ছোট হাঙর ধরা পড়ছে সেগুলি ইলিশ ধরার জালে ধরা পড়ছে। মৎস্যজীবীরা ইচ্ছাকৃতভাবে এই সকল হাঙর ধরে না বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে। তবে এই সকল দিকগুলিতেও নজর রাখা দরকার বলেও দাবি করছে সংশ্লিষ্ট মহল।