জানা গিয়েছে, নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে মৎস্যজীবীরা বিভিন্ন এলাকায় মিছিল ও পথসভা করবেন। অন্যদিকে মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারাও এই ঘটনাটিকে নিয়ে উদ্বিগ্ন। দুই দেশের আন্তর্জাতিক জলসীমা থেকে অন্ততপক্ষে ১০ কিলোমিটার ভিতরে থেকে মৎস্যজীবীদের মাছ ধরার বিষয়ে পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ শীতের ভোরে আচমকা জোড়া হাতির হামলা! বাড়ি-ঘর-গাছ রক্ষা পেল না কিছুই, গজরাজের তাণ্ডবে ছারখার
advertisement
এদিকে গভীর সমুদ্রে ডুবে যাওয়া এফবি পারমিতা ১১ ট্রলারের ৩ জন জন মৎস্যজীবী এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। অন্যদিকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হওয়া ৩৫ জন মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। এদিন বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
সব মিলিয়ে, বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর জাহাজের ধাক্কায় এফবি পারমিতা ১১ ট্রলারটি ডুবে যাওয়ার ঘটনায় মৎসজীবী মহলে আতঙ্কের পরিবেশ। উদ্বিগ্ন মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারাও। জানা গিয়েছে, নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে মৎস্যজীবীরা বিভিন্ন এলাকায় মিছিল ও পথসভা করবেন।
