TRENDING:

মদের বোতলে ভরা ছিল ওটা কী! পান করতেই শরীরে অসহ্য জ্বালা, যন্ত্রণা! ছটফট করে প্রাণ গেল ২ বেয়াইয়ের

Last Updated:

পোল্ট্রি ফার্মের মধ্যে মদের বোতলে রাখা ছিল ওই জিনিস। মদ ভেবে তা ভুল করে কম পরিমাণে খেয়ে ফেলে দুই বেয়াই। আর তাতেই বাধে বিপত্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পোল্ট্রি ফার্মে কীটনাশক হিসাবে রাখা ছিল ফর্মালিন। ভুল করে সেই কীটনাশক খেয়ে ফেলায় ডায়মন্ড হারবারের বারদ্রোণে মারা গেলেন ২ ব্যক্তি। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার তদন্তে পুলিশ
ঘটনার তদন্তে পুলিশ
advertisement

জানা গিয়েছে, পোল্ট্রি ফার্মের মধ্যে মদের বোতলে ফর্মালিন ছিল। সেই ফর্মালিনকে ভুল করে কম পরিমাণে খেয়ে ফেলে দুই বেয়াই। আর তাতেই বাধে বিপত্তি। ফর্মালিন খেয়ে ফেলার পর অসুস্থ বোধ করায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ডায়মন্ড হারবারের বারদ্রোণের নস্কর পাড়ায় শোকের ছায়া নেমেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পর্কে দুই বেয়াই ষাটোর্ধ্ব ঠাকুরদাস কামার ও সাধন মিস্ত্রি এই ঘটনায় মারা যান। ফর্মালিন খাওয়ার পর সারা শরীরে জ্বালা ও যন্ত্রণা অনুভব করতে থাকেন। এরপর ছটফট করতে থাকেন দু’জনে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: ফের নিম্নচাপের চোখরাঙানি, ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি! কী হবে উত্তরবঙ্গের? জানালো আইএমডি

এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভুল করেই ওই দুই ব্যক্তি নেশার জিনিস ভেবে ফর্মালিন খেয়ে ফেলেছেন। আর সেই বিষক্রিয়াতেই মৃত্যু হয় দু’জনের। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ঘটনাস্থল থেকে বেশ কিছু জিনিস সিজ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফর্মালিনের প্রভাবে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। যে চিকিৎসক ময়নাতদন্ত করেছেন তিনিও এই তথ্য জানিয়েছেন। পুলিশ সমস্ত ঘটনাটি খতিয়ে দেখছে। এই ঘটনার পর গোটা শোকে মুহ্যমান গোটা এলাকা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মদের বোতলে ভরা ছিল ওটা কী! পান করতেই শরীরে অসহ্য জ্বালা, যন্ত্রণা! ছটফট করে প্রাণ গেল ২ বেয়াইয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল