জানা গিয়েছে, পোল্ট্রি ফার্মের মধ্যে মদের বোতলে ফর্মালিন ছিল। সেই ফর্মালিনকে ভুল করে কম পরিমাণে খেয়ে ফেলে দুই বেয়াই। আর তাতেই বাধে বিপত্তি। ফর্মালিন খেয়ে ফেলার পর অসুস্থ বোধ করায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ডায়মন্ড হারবারের বারদ্রোণের নস্কর পাড়ায় শোকের ছায়া নেমেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পর্কে দুই বেয়াই ষাটোর্ধ্ব ঠাকুরদাস কামার ও সাধন মিস্ত্রি এই ঘটনায় মারা যান। ফর্মালিন খাওয়ার পর সারা শরীরে জ্বালা ও যন্ত্রণা অনুভব করতে থাকেন। এরপর ছটফট করতে থাকেন দু’জনে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভুল করেই ওই দুই ব্যক্তি নেশার জিনিস ভেবে ফর্মালিন খেয়ে ফেলেছেন। আর সেই বিষক্রিয়াতেই মৃত্যু হয় দু’জনের। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাস্থল থেকে বেশ কিছু জিনিস সিজ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফর্মালিনের প্রভাবে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। যে চিকিৎসক ময়নাতদন্ত করেছেন তিনিও এই তথ্য জানিয়েছেন। পুলিশ সমস্ত ঘটনাটি খতিয়ে দেখছে। এই ঘটনার পর গোটা শোকে মুহ্যমান গোটা এলাকা।