আহত শিশুর দাদু আজিজুল গায়েনের অভিযোগ, বুধবার দুপুরে নাতি তার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। এদিন সন্ধ্যায় বোমা ফেটে আহত হয় খুদে পড়ুয়া। আজিজুর গায়েনের আরও অভিযোগ, গত কয়েক বছর ধরে এলাকার নজরুল সংঘ নামে একটি ক্লাবের জায়গা নিয়ে আনার শেখের পরিবারের সঙ্গে তাদের গণ্ডগোল চলছে। গত দু’দিন আগে ক্লাবের জায়গা নিয়ে আবার গণ্ডগোল হয়।
advertisement
আরও পড়ুনঃ আদিবাসী নাচেই ভাগ্য বদল! পর্যটন থেকে লক্ষাধিক টাকা আয়, বড়দিনে বনবস্তিতে খুশির উপহার
ক্লাবের জায়গা নিয়ে ক্লাব করতে চাওয়ায় আজিজুল গায়েনের পরিবারের উপর রাগ আনার শেখের পরিবারের। আজিজুলের অভিযোগ, ‘আমাদের মারার জন্যই ওরা বোম বেঁধে শুকাতে দিয়েছিল। সেই বোম ফেটেই আহত হয়েছে নাতি। ওরা তৃণমূল করে আমরাও করি।’
বোমা ফেটে শিশুর আহত হওয়ার প্রসঙ্গে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন, ক্লাবের সমস্যা নিয়েই গণ্ডগোল। এর সঙ্গে কোন রাজনীতির সম্পর্ক নেই।
