দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার এক নম্বর দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতের রামমোহন পল্লীর রুনু বোস ও তার পরিবার ২৬ দিন আগে স্বামীর চিকিৎসার জন্য গিয়েছিলেন হায়দরাবাদে। সেখান থেকে চিকিৎসা করিয়ে তারা শুক্রবার বাড়ি ফেরেন। আর বাড়ি ফিরতেই দেখেন ঘরের জানলার গ্রিল কাটা, লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে আলমারি। এসব দেখে তাদের ঘটনা সম্পর্কে টের পেতে দেরি হয়নি। তড়িঘড়ি তারা ঘটনার বিষয়টি ক্যানিং থানার পুলিশকে জানান।
advertisement
আরও পড়ুন: পুজো এলেই চাহিদা বাড়ে ব্যাপক, কিন্তু এবছর…! জানুন আচমকা কেন মুখোশে মন নেই মানুষের
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত রুনু বোসের বাড়িতে কারও না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা ছাড়াও সোনার গয়না ও অন্যান্য আসবাবপত্র চুরি গেছে বলে দাবি। দাবি করা হচ্ছে, আলমারিতে অন্ততপক্ষে আড়াই থেকে তিন লক্ষ টাকা নগদ, ১০ থেকে ১২ ভরি সোনার গয়না ছিল, যেগুলির সবই দুষ্কৃতীরা নিয়ে চম্পট দিয়েছে।
বাড়িতে কারও না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এইভাবে যে চুরির ঘটনা ঘটেছে তাতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে এই চুরির ঘটনায় ক্যানিং থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।