পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর সাতেক আগে বারুইপুর থানার বেলেগাছি এলাকার এক মহিলার সঙ্গে ক্যানিংয়ের এক বাসিন্দার বিয়ে হয়। তাঁদের একটি বছর ছয়েকের সন্তান রয়েছে। বর্তমানে স্ত্রী ফের অন্তঃসত্ত্বা। ফলে শারীরিক অসুস্থতার কারণে সব সময় সংসারের সমস্ত কাজ করতে পারেন না।
আরও পড়ুনঃ মরচে থাকবে দূরে, বিল্ডিং থাকবে নিরাপদ! এবার বাজারে এল বিশেষ পরিবেশবান্ধব রড, দামও বেশি নয়
advertisement
অভিযোগ, সেই কারণে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা মাঝেমধ্যেই ওই মহিলার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করে। সেই নির্যাতন সহ্য করতে না পেরে দিন দুয়েক আগে বাপের বাড়ি চলে যান তিনি। বুধবার সন্ধ্যায় সেখান থেকে তাঁকে বুঝিয়েসুঝিয়ে বাড়ি নিয়ে আসেন স্বামী।
অভিযোগ, বাড়িতে এনেই ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর উপর অত্যাচার শুরু হয়। গভীর রাতে কোনওভাবে স্বামীর থেকে নিজেকে বাঁচিয়ে বাপের বাড়িতে ফোন করেন নির্যাতিতা। তাঁরাই এসে নিজেদের মেয়েকে উদ্ধার করেন। এই বিষয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের হয়। এরপর থেকেই অবশ্য অভিযুক্ত পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।
