Nadia News: মরচে থাকবে দূরে, বিল্ডিং থাকবে নিরাপদ! এবার বাজারে এল বিশেষ পরিবেশবান্ধব রড, দামও বেশি নয়

Last Updated:
Nadia News: বিষ্ণুপুরে অবস্থিত এআরসি ইন্সুলেশনস নামে একটি সংস্থা সম্প্রতি এমন এক বিশেষ ধাতব রডের উদ্ভাবন করেছে, যা ভবনের ভিতরের অংশকে মরিচা ধরতে দেয় না। বছরের পর বছর বিল্ডিংকে নিরাপদ রাখার এক ধরনের শক্ত ঢালের মতো কাজ করে এই রড।
1/6
বিষ্ণুপুরে অবস্থিত এআরসি ইন্সুলেশনস নামে একটি সংস্থা সম্প্রতি এমন এক বিশেষ ধাতব রডের উদ্ভাবন করেছে, যা ভবনের ভিতরের অংশকে মরিচা ধরতে দেয় না। বছরের পর বছর বিল্ডিংকে নিরাপদ রাখার এক ধরনের শক্ত ঢালের মতো কাজ করে এই রড। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বিষ্ণুপুরে অবস্থিত এআরসি ইন্সুলেশনস নামে একটি সংস্থা সম্প্রতি এমন এক বিশেষ ধাতব রডের উদ্ভাবন করেছে, যা ভবনের ভিতরের অংশকে মরিচা ধরতে দেয় না। বছরের পর বছর বিল্ডিংকে নিরাপদ রাখার এক ধরনের শক্ত ঢালের মতো কাজ করে এই রড। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
গত ২২ বছরে সংস্থাটি বিভিন্ন পরিকাঠামোগত কাজে রডটির সফল ব্যবহার দেখিয়ে প্রমাণ করেছে যে এটি সাধারণ লোহার তুলনায় অনেক বেশি টেকসই, শক্তিশালী ও ভরসাযোগ্য। উন্নত প্রযুক্তির এই রডটি দামেও যথেষ্ট সাশ্রয়।
গত ২২ বছরে সংস্থাটি বিভিন্ন পরিকাঠামোগত কাজে রডটির সফল ব্যবহার দেখিয়ে প্রমাণ করেছে যে এটি সাধারণ লোহার তুলনায় অনেক বেশি টেকসই, শক্তিশালী ও ভরসাযোগ্য। উন্নত প্রযুক্তির এই রডটি দামেও যথেষ্ট সাশ্রয়।
advertisement
3/6
সংস্থার দাবি, এই রড ব্যবহার করলে ভবনের স্থায়িত্ব বাড়ে, বারবার মেরামতের প্রয়োজন পড়ে না এবং রক্ষণাবেক্ষণের খরচ কমে। সেতু, রাস্তা, মেট্রো–সহ ভারী প্রকৌশল প্রকল্পেও রডটি দীর্ঘদিন তার কার্যক্ষমতা বজায় রাখে। রডটির আনুমানিক মূল্য ১৩২ - ১৫৫ টাকা প্রতি কেজি।
সংস্থার দাবি, এই রড ব্যবহার করলে ভবনের স্থায়িত্ব বাড়ে, বারবার মেরামতের প্রয়োজন পড়ে না এবং রক্ষণাবেক্ষণের খরচ কমে। সেতু, রাস্তা, মেট্রো–সহ ভারী প্রকৌশল প্রকল্পেও রডটি দীর্ঘদিন তার কার্যক্ষমতা বজায় রাখে। রডটির আনুমানিক মূল্য ১৩২ - ১৫৫ টাকা প্রতি কেজি।
advertisement
4/6
তাছাড়া পরিবেশের ক্ষতি কম হওয়ায় এটি দেশের ‘গো গ্রীন’ উদ্যোগের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে কোম্পানির ডিরেক্টর মি. মণীশ বাজোরিয়া এই রডের সুবিধা বিশদে তুলে ধরেন।
তাছাড়া পরিবেশের ক্ষতি কম হওয়ায় এটি দেশের ‘গো গ্রীন’ উদ্যোগের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে কোম্পানির ডিরেক্টর মি. মণীশ বাজোরিয়া এই রডের সুবিধা বিশদে তুলে ধরেন।
advertisement
5/6
শুধু বক্তব্যই নয়, তিনি একটি ছোট মডেলে পাইপ ও রড বসিয়ে সরাসরি দেখিয়ে দেন রডটি কীভাবে কাজ করে। তার এই লাইভ ডেমো উপস্থিত অতিথিদের বিশেষভাবে আকৃষ্ট করে।
শুধু বক্তব্যই নয়, তিনি একটি ছোট মডেলে পাইপ ও রড বসিয়ে সরাসরি দেখিয়ে দেন রডটি কীভাবে কাজ করে। তার এই লাইভ ডেমো উপস্থিত অতিথিদের বিশেষভাবে আকৃষ্ট করে।
advertisement
6/6
পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক সরকারি প্রকল্পেও রডটির চাহিদা দ্রুত বাড়ছে। প্রযুক্তিগতভাবে উন্নত এই রড ভবিষ্যতের পরিকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে sales@arcinsulations.com। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক সরকারি প্রকল্পেও রডটির চাহিদা দ্রুত বাড়ছে। প্রযুক্তিগতভাবে উন্নত এই রড ভবিষ্যতের পরিকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে sales@arcinsulations.com। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement