TRENDING:

South 24 Parganas: পুকুরে ওটা কী ভাসছে? পচা দেহ নাকি...! কাছে যেতেই পিলে চমকে গেল গ্রামবাসীর

Last Updated:

গ্রামের এক মহিলা প্রথম পুকুরে ওই দেহটি ভাসতে দেখেন। তা দেখে চিৎকার, চেঁচামেচি শুরু করেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মন্দিরবাজার, আনিশ উদ্দিন মোল্লাঃ সাতসকালে গ্রামের পুকুরে ওটা কী ভাসছে? কাছে যেতেই পিলে চমকে গেল সকলের। গ্রামের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। যা ঘিরে একেবারে হইচই কাণ্ড বেধে গিয়েছে এলাকায়। জোড়ো হয়েছেন বিপুল লোকজন। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার দয়ারামপুর এলাকার শিবপুর গ্রামের।
মন্দিরবাজারে গ্রামের পুকুরে ভাসছে মৃতদেহ
মন্দিরবাজারে গ্রামের পুকুরে ভাসছে মৃতদেহ
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে দয়ারামপুরের শিবপুর গ্রামের এক মহিলা প্রথম পুকুরে ওই দেহটি ভাসতে দেখেন। তা দেখে চিৎকার, চেঁচামেচি শুরু করেন তিনি। সাড়া পড়ে যায় গোটা গ্রামে। একে একে এলাকার লোকজন ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় মন্দিরবাজার থানার পুলিশকে। গ্রামবাসীর কাছে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

advertisement

আরও পড়ুনঃ বাঘের ভয় তাড়াতে ছিল মোক্ষম ‘দাওয়াই’, আধুনিকতার ভিড়ে সুন্দরবনের সেই লোকসংস্কৃতি আজ বিলুপ্তির পথে

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে যান ওই ব্যক্তি। জলে ডুবেই মারা যান তিনি। উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃতের নাম, পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas: পুকুরে ওটা কী ভাসছে? পচা দেহ নাকি...! কাছে যেতেই পিলে চমকে গেল গ্রামবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল