ওই যুবক এলাকার তৃণমূল নেতা জাকির শেখের ছেলে সাদ্দাম শেখের অনুগামী। ঘটনার পর নির্যাতিতা মহিলা বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন সাদ্দাম মোল্লা। এলাকায় ফিরে ওই গৃহবধূ এবং তাঁর পরিবারকে নানা ভাবে হুমকি দিতে শুরু করেন তিনি।
advertisement
মঙ্গলবার দুপুরে আচমকাই ওই গৃহবধূর বাড়িতে দলবল নিয়ে চড়াও হন সাদ্দাম। মহিলার পরিবারের সদস্যদের মারধর শুরু করেন। লাঠি, বাঁশ দিয়ে সাদ্দাম ও তার অনুগামীরা বেধড়ক মারধর চালায়। ঘটনায় চার পাঁচজন জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তরা পলাতক।