নিগমের এই সিদ্ধান্তে ক্ষোভ বেড়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দাদের তাঁদের দাবি, প্রায় সময় ইন্টারনেটের গণ্ডগোলের কারণে অনলাইনে টিকিট বুকিং করা যায় না। তাই, ফুলতলায় কাউন্টার খুলে শিলিগুড়ি ও তারাপীঠ রুটের বাসের টিকিট দেওয়া হোক। যদিও রাজ্য পরিবহণ নিগমের এক কর্তা বলেন, এখনই নতুন করে কাউন্টার খোলা সম্ভব নয়। তাছাড়া কলকাতার দিক থেকে অনলাইনে অনেকেই টিকিট কাটছেন। তাই বাধ্য হয়ে ধর্মতলা থেকে দু’টি রুটে বাস চালাতে হচ্ছে।
advertisement
আরও পড়ুন: কোথায় না হারান নি…! এ এক আজব হারানোর কাহিনী, শেষমেশ বাড়ি ফিরছেন সঞ্জিত
যদিও এই বিতর্কে মধ্যেই বারুইপুরের উত্তরভাগ থেকে হাওড়া স্টেশন ও বারাসত রুটে ঠিকই বাস চলছে। যাত্রীও হচ্ছে তাতে। গত ৮ মার্চ বারুইপুরের ফুলতলা থেকে তারাপীঠ ও শিলিগুড়ি রুটে দূরপাল্লার শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবার উদ্বোধন করেছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেদিন সেখানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। এই দুই রুটে কয়েক সপ্তাহ বাস চলার পর আচমকা বারুইপুর থেকে বাস দু’টিকে সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারাপীঠ ও শিলিগুড়ি রুটে বাস ঠিকমত চলছে কিনা, সে ব্যাপারে পরিবহণ দফতরের তরফে কোন নজরদারি ছিল না। অনলাইনে টিকিট বিক্রি না হওয়ায় যাত্রী কমেছে বলে বাস কেন তুলে নেওয়া হল বারুইপুর থেকে কাউন্টার থেকে অফলাইনে টিকিট বিক্রি করলে যাত্রী সংখ্যা ঠিকই বাড়বে। অবিলম্বে বারুইপুর থেকে এই দু’টি রুটে বাস চালু করা হোক এই দাবি এলাকাবাসীর।
সুমন সাহা