পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কৌশিক মিস্ত্রি (২৫) ও রেশমি সাউ, বয়স আনুমানিক ২৬ বছর। দু’জনে সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গিয়েছে। দু’জনের মাথাতেই হেলমেট ছিল। কিন্তু তা সত্ত্বেও কীভাবে দুর্ঘটনায় মৃত্যু হল তা এখনও পরিষ্কার নয়। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ কাগজের ফুলেই বাড়ল বিপদ, ভোররাতে আগুনের তাণ্ডব! গৌড়হাটে পুড়ে ছাই দোকান
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও বড় গাড়ি বেপরোয়া গতিতে এসে বাইকে ধাক্কা মারে। সেখান থেকেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। মৃতদের বাড়ি বারুইপুরের বেলেগাছি এলাকায়। এই খবর পরিবারের কাছে এসে পৌঁছলে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে হঠাৎ বারুইপুর থানা থেকে ফোন করে জানানো হয় আপনাদের বাড়ির দু’জন সদস্য দুর্ঘটনায় মারা গিয়েছেন। সেই খবর আসতেই বারুইপুর হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি কৌশিক এবং রেশমির নিথর দেহ রয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল ভেবে উঠতে পারছি না। দু’জনে বাড়ি থেকে বেড়িয়েছিল এবং দু’জনের মাথাতেই হেলমেট ছিল। তাও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, প্রশ্ন বাড়ির লোকের।






