জানা গিয়েছে, ওই স্কুল ছাত্র প্রতিবেশী যুবকের বাইকে চেপে স্কুলে যাচ্ছিল। স্থানীয় চকমানিক রামকৃষ্ণ পাঠমন্দির স্কুলের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া উমর মল্লিক (৭)। বাখরাহাটের দিক থেকে চকমানিকে স্কুলে যাওয়ার পথে কাচবাগান মোড়ের কাছে রাস্তায় বাঁ দিকে ছিল একটি পণ্যবাহী গাড়ি।
advertisement
সেই পণ্যবাহী গাড়িটির ডান দিক দিয়ে যেতে গিয়ে রাস্তাতেই বাইক নিয়ে পড়ে যায় দু’জনে। এরপরই লরির পিছনের চাকায় পিষে যায় দু’জনে। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে খবর দেয় বিষ্ণুপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দু’জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের কাজ চলছে। বেশ কিছুদিন ধরে রাস্তা কাটা অবস্থায় পড়ে রয়েছে।
আরও পড়ুনঃ পুলিশের মানবিক রূপ! বিরল রোগে আক্রান্ত শিশুর জন্য যা করলেন কান্দির আইসি, গর্বিত সকলে
পুলিশ সূত্রে খবর, মৃত দুজন বিষ্ণুপুর থানার জয়চন্ডীপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মৃত পড়ুয়ার নাম উমর মল্লিক (৭)। মৃত প্রতিবেশীর নাম সোহেল শেখ (২২)। ঘাতক গাড়ি-সহ গাড়ির মালিক পালিয়ে গিয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃত স্কুল ছাত্রের সহপাঠীরাও এই ঘটনায় খুবই শোকাহত। স্থানীয়রা এই ঘটনায় সুষ্ঠ প্রতিকারের দাবি তুলেছেন। রাস্তা সারানোর দাবিতেও সরব হয়েছেন তারা। গোটা ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দা থেকে সকলেই।






