স্থানীয় সূত্রে খবর, বাখরাহাটের দিক থেকে চকমানিক স্কুলে যাওয়ার পথে কাজ বাগান মোড়ের কাছে রাস্তায় বাঁদিকে ছিল একটি পণ্যবাহী গাড়ি। সেই পণ্যবাহী গাড়িটির ডান দিক দিয়ে যেতে গেলে রাস্তাতেই বাইক নিয়ে পড়ে যায় দুজনে। এরপরই লরির পিছনের চাকায় পিষে যায় দুজনে।
advertisement
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় বিষ্ণুপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুইজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর মর্মান্তিক ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার সংস্কারের কাজ চলছে। বেশ কিছুদিন ধরে রাস্তা কাটা অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত দুজনেই বিষ্ণুপুর থানার জয়চন্ডিপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মৃত পড়ুয়ার নাম উমার মল্লিক (৭)। মৃত প্রতিবেশীর নাম সোহেল শেখ (২২)। ঘাতক গাড়িটি পলাতক। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
