আরও পড়ুনঃ চিকিৎসকদের মঙ্গলের মিছিলে অনুমতি আদালতের! কিন্তু…মহামিছিলের ‘শর্ত’ বলে দিলেন বিচারপতি
ধৃত সিভিক ভলান্টিয়ার অমিতাভ বারুই স্থানীয় বাসিন্দা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আলোড়ন ছড়িয়েছে এলাকায়। ঘটনার সূত্রপাত শনিবার। সেদিন বেলা ১১টা নাগাদ এক ছাত্রী কলেজে যাবেন বলে বেরিয়ে ছিলেন।অভিযোগ, ফাঁকা রাস্তা দিয়ে পায়ে হেঁটে যখন কলেজে যাচ্ছিলেন ঠিক সেই সময় ছাত্রীকে একলা পেয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার পথ আটকে জোর করে শ্লীলতাহানি করে। পরে ছাত্রী বাড়িতে ফিরে পরিবারের লোকজনের কাছে ঘটনার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।এরপর নির্যাতিতা ছাত্রীর পরিবার পাথরপ্রতিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পাথরপ্রতিমা থানার পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। ধৃত সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই কলেজ ছাত্রীর সঙ্গে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তা ভেঙে গিয়েছিল।
নবাব মল্লিক