শুভঙ্কর খুড়িগাছিতে তাঁর মাসি অসীমা দাসের বাড়িতে থাকত। ছোটবেলাতেই মাকে হারিয়েছে সে। বাবার সঙ্গেও কোনও যোগাযোগ নেই। জানা গিয়েছে, পড়াশোনায় অনিচ্ছুক হওয়ায় মাসি তাঁকে মাঝে মাঝে বকাবকি করতেন। তারপরই এই নিখোঁজের ঘটনা ঘটে বলে পরিবারের আশঙ্কা। ঘটনার বিষয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে তাঁর নিজের বলে কেউ নেই। ছোটবেলায় মাকে হারিয়েছে। বাবা কোথায় থাকেন তা সে নিজেই জানে না। মা মারা যাওয়ার পর থেকে তাঁর মাসির কাছে সে মানুষ হয়েছে। ছোটবেলা থেকেই তার ইচ্ছা সে একজন বড় ফুটবলার হবে। সেইমতো স্বপ্ন পূরণের লক্ষ্যে পড়াশোনার থেকে ফুটবল খেলায় আগ্রহ অনেকটাই বেশি।
বেশ কয়েক বছর ধরে সে খুব ভালই খেলাধুলা করছিল। পড়াশোনার প্রতি তেমন আগ্রহ না থাকায় মাসি বকাবকি করে। সেই শুনে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্বিগ্ন শুভঙ্করের পরিবার ও আত্মীয়স্বজনরা দ্রুত তাঁর সন্ধান দাবি করেছেন।






