TRENDING:

Footballer Missing: মাসির বকাবকির পর থেকেই নিখোঁজ ১৫ বছরের শুভঙ্কর! উদ্বেগে পরিবার, তৎপর পুলিশ

Last Updated:

Footballer Missing: নরেন্দ্রপুর থানা এলাকায় উঠতি এক ফুটবলারের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বাড়ুই (১৫)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, নরেন্দ্রপুর, সুমন সাহ: নরেন্দ্রপুর থানা এলাকায় উঠতি এক ফুটবলারের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বাড়ুই (১৫)। গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণির ছাত্র শুভঙ্কর সকাল ৬টা নাগাদ ফুটবল প্র্যাকটিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি।
নিখোঁজ কিশোর
নিখোঁজ কিশোর
advertisement

আরও পড়ুনঃ হলুদ-আদা-লেবুর পানীয়তেই গলে যাবে ফ্যাট! ওজন কমাতে দুর্দান্ত কার্যকর ‘ম্যাজিক ড্রিংক’ কীভাবে বানাবেন? জানালেন বিশেষজ্ঞ

শুভঙ্কর খুড়িগাছিতে তাঁর মাসি অসীমা দাসের বাড়িতে থাকত। ছোটবেলাতেই মাকে হারিয়েছে সে। বাবার সঙ্গেও কোনও যোগাযোগ নেই। জানা গিয়েছে, পড়াশোনায় অনিচ্ছুক হওয়ায় মাসি তাঁকে মাঝে মাঝে বকাবকি করতেন। তারপরই এই নিখোঁজের ঘটনা ঘটে বলে পরিবারের আশঙ্কা। ঘটনার বিষয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে তাঁর নিজের বলে কেউ নেই। ছোটবেলায় মাকে হারিয়েছে। বাবা কোথায় থাকেন তা সে নিজেই জানে না। মা মারা যাওয়ার পর থেকে তাঁর মাসির কাছে সে মানুষ হয়েছে। ছোটবেলা থেকেই তার ইচ্ছা সে একজন বড় ফুটবলার হবে। সেইমতো স্বপ্ন পূরণের লক্ষ্যে পড়াশোনার থেকে ফুটবল খেলায় আগ্রহ অনেকটাই বেশি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এশিয়া কাপে ভারতের নায়ক বসিরহাটের ছেলে! বাড়ি ফিরতেই সংবর্ধনায় ভাসলেন রাজরূপ
আরও দেখুন

বেশ কয়েক বছর ধরে সে খুব ভালই খেলাধুলা করছিল। পড়াশোনার প্রতি তেমন আগ্রহ না থাকায় মাসি বকাবকি করে। সেই শুনে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্বিগ্ন শুভঙ্করের পরিবার ও আত্মীয়স্বজনরা দ্রুত তাঁর সন্ধান দাবি করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Footballer Missing: মাসির বকাবকির পর থেকেই নিখোঁজ ১৫ বছরের শুভঙ্কর! উদ্বেগে পরিবার, তৎপর পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল