TRENDING:

Harassment Case: ফলতায় গৃহশিক্ষিকার ছেলের কুকীর্তি, উস্তিতে মাঠে ধর্ষ*ণ! ২ টি পৃথক নাবালিকা যৌন নির্যাতন মামলায় ২ অভিযুক্তকে কী সাজা দিল আদালত

Last Updated:

Harassment Case: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার দু'টি পৃথক নাবালিকা যৌন নির্যাতন মামলায় দুই অভিযুক্তেরই রায় ঘোষণা করল ডায়মন্ড হারবার সেশন আদালত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার দু’টি পৃথক নাবালিকা যৌন নির্যাতন মামলায় দুই অভিযুক্তেরই রায় ঘোষণা করল ডায়মন্ড হারবার সেশন আদালত। ২০ ও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা ডায়মন্ড হারবার আদালতের।
ফলতায় গৃহশিক্ষিকার ছেলের কুকীর্তি, উস্তিতে মাঠে ধর্ষ*ণ! ২ টি পৃথক নাবালিকা যৌন নির্যাতন মামলায় ২ অভিযুক্তকে কী সাজা দিল আদালত
ফলতায় গৃহশিক্ষিকার ছেলের কুকীর্তি, উস্তিতে মাঠে ধর্ষ*ণ! ২ টি পৃথক নাবালিকা যৌন নির্যাতন মামলায় ২ অভিযুক্তকে কী সাজা দিল আদালত
advertisement

ফলতার ঘটনায় গৃহশিক্ষিকার ছেলে দীপাঞ্জন মণ্ডল পাঁচ নাবালিকাকে যৌন নির্যাতন ও ভিডিও দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। নির্যাতিতাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে তিনজনকে ৪.৫ লক্ষ টাকা করে এবং বাকি দু’জনকে ৭৫ হাজার টাকা করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘শোলের’ এই সিনেই চলে সেন্সর বোর্ডের কাঁচি! ৫০ বছরে সামনে সেই দৃশ‍্য, কী ছিল ওই সিনে? কেন ছেঁটে ফেলা হয়? জানলে ঘুম উড়ে যাবে

advertisement

অন্যদিকে, উস্তির মামলায় সাইফুদ্দিন মোল্লা ওরফে বাবুলাল ২০১১ সালের ২৫ মে দুপুরে আমালারচক মাঠে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগ পেয়ে উস্তি থানার পুলিশ মামলা (উস্তি পিএস কেস নং ১২৬/২০১১) রুজু করে এবং তদন্তের পর আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানির পর গত ১৬ জুলাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং ১৭ জুলাই ২০২৫ তারিখে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা (অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড) ঘোষণা করে।

advertisement

আরও পড়ুন: ‘ওরা আমাকে…’ ওড়িশার ছায়া নয়ডায়! নিজেকে শেষ করে দিলেন ইউনিভার্সিটির ছাত্রী, শিক্ষকদের বিরুদ্ধে নোটে বিস্ফোরক অভিযোগ

পুলিশ, আইনজীবী ও ট্রায়াল মনিটরিং সেলের তৎপরতায় দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় খুশি নির্যাতিতাদের পরিবার ও স্থানীয়রা। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে জানান, ‘‘এ ধরনের ঘটনা ঘটলে লজ্জা বা ভয় না পেয়ে দ্রুত থানায় অভিযোগ জানান। পুলিশ অভিযোগকারীর পরিচয় গোপন রাখবে এবং দ্রুত ব্যবস্থা নেবে। আদালতের শুনানিতে সরকারি আইনজীবী দিবাকর পাখিরা ও কামাল শাহ উপস্থিত ছিলেন।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আনিশ উদ্দিন মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Harassment Case: ফলতায় গৃহশিক্ষিকার ছেলের কুকীর্তি, উস্তিতে মাঠে ধর্ষ*ণ! ২ টি পৃথক নাবালিকা যৌন নির্যাতন মামলায় ২ অভিযুক্তকে কী সাজা দিল আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল