ঘটনার পর দু’দিন কেটে গেলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে বলা যায়। বাড়িতে রয়েছেন শুধু মহিলারা, তাঁরাও আতঙ্কে মুখে কুলুপ এঁটেছেন। বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। পুলিশের বিশাল বাহিনী দিয়ে চলছে তল্লাশি অভিযান। তবে এত কিছুর পরেও এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
advertisement
এই ঘটনায় বাজি কারখানার মালিক বিধান নস্করের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁর সন্ধানে ধারাবাহিকভাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, গত রবিবার দক্ষিণ ২৪ পরগণার হাড়ালে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে৷ ওইদিনই গুরুতর জখম হন চার ব্যক্তি৷ ঘটনাস্থলে আগুন নেভাতে পৌঁছায় দমকল ইঞ্জিন৷ আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ তবে দু’জনকে বাঁচানো যায়নি৷ এখনও বাকি দু’জন আহতের অবস্থা আশঙ্কাজনক৷
