বিজেপির অভিযোগ, কলকাতায় তৃণমূলের প্রভাবশালী নেতা গ্রেফতার হওয়ার ঠিক পরেই অধিকারী পরিবারের সদস্যেদের এই ভাবে ডেকে পাঠানো হয়। পুলিশের জেরা শেষে কাঁথি থানা থেকে বেরিয়ে তাঁকে অতিরিক্ত সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দুর ভাই সৌমেন্দু।
আরও পড়ুন: খুব ইচ্ছে ছিল পার্থর, বাধ সাধেন জ্যোতিপ্রিয়! গ্রেফতার দুই নেতার ‘লড়াইয়ে’ নেত্রী হওয়া হল না অর্পিতার
advertisement
কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট মামলায় বৃহস্পতিবার আবারও জিজ্ঞাসাবাদ চলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন পুর-প্রধান সৌমেন্দু অধিকারীর। জেরা করে কাঁথি থানার পুলিশ।
আরও পড়ুন: এমনই ভরসা, না দেখেই ফাইলে সই জ্যোতিপ্রিয়র, বাকিবুরের আর কত সম্পত্তি বাকি? মাথায় হাত ইডি-রও
জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তাঁর দাবি, আদালতের নির্দেশ অমান্য করেই অতিরিক্ত সময় ধরে জিজ্ঞাসাবাদ চালায় কাঁথি থানার পুলিশ। এ নিয়ে আদালতে অভিযোগ জানাবেন বলেও দাবি সৌমেন্দু অধিকারীর।
সুজিত ভৌমিক