এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে আসা অসুস্থ মানুষদের জন্য পানীয় জল, বসার জায়গার মতোই জরুরি পরিষেবা হল স্যানিটেশন। অথচ বাথরুম তৈরি হয়েও ব্যবহার করতে না পারায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাথরুম পরিষেবা চালানোর দায়িত্ব দেওয়ার জন্য একাধিকবার টেন্ডার ডাকা হলেও কোনও সংস্থা এগিয়ে আসেনি। ফলে বাথরুমটি তালা ঝোলানো অবস্থাতেই পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করা অপরাধের মধ্যেই পড়ে। সরকারের পক্ষ থেকে বারবার বিভিন্ন এলাকায় এই নিয়ে সচেতন করা হচ্ছে। এদিকে সোনারপুর এলাকার বহু মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসেন। এখানে বাথরুম পরিষেবা থাকলেও উদ্বোধনের অভাবে চালু না হওয়ায় রোগীর পরিবার-পরিজনদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীর দাবি, সরকার সচেতন করছে, তা সত্ত্বেও মানুষ পরিষেবা না পেলে কী করবে? বাধ্য হয়ে তাঁদের রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করতে হচ্ছে। তাই দ্রুত সমাধান করে এই পরিষেবা চালু করা হোক। তাঁদের মতে, সরকারি টাকা নষ্ট হওয়া বন্ধ করতে হলে বাথরুমটি শীঘ্রই চালু করা জরুরি। এতে বহু মানুষ উপকৃত হবে।






