সোনারপুর ফ্লাইওভারে পরিত্যক্ত গাড়ির সমস্যা আজকের নয়। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। অবশেষে ফ্লাইওভার থেকে সরানো হচ্ছে পরিত্যক্ত গাড়ি। এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা খুশি।
আরও পড়ুনঃ পটাশপুরের মন্দিরে দুঃসাহসিক চুরি! তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না নিয়ে পালাল চোরের দল
দীর্ঘদিন ধরে সোনারপুর ফ্লাইওভারে একাধিক পরিত্যক্ত গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। শুধু তাই নয়, এই গাড়িগুলির কারণে একাধিকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর অবশেষে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হল।
advertisement
ঘাসিয়াড়া সংলগ্ন এলাকায় সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ত দফতরের একটি নির্দিষ্ট জায়গায় আপাতত এই সব পরিত্যক্ত গাড়িগুলিকে রাখার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলির নিষ্পত্তির ক্ষেত্রেও দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করা হবে। ফ্লাইওভারকে পুরোপুরি যান চলাচলের উপযোগী করে তুলতেই এই উদ্যোগ বলেই প্রশাসন সূত্রে খবর। এই সিদ্ধান্তে খুশি স্থানীয় মানুষজন এবং নিত্যযাত্রীরা। এর ফলে তাঁদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে।
