আসানসোল লোকসভা আসনে অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা করার পরই দলের কর্মীরা জোর কদমে প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। প্রচারে মেয়ে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) আসবেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাতে উন্মাদনা আরও অনেকটাই বেড়ে গিয়েছে তৃণমূলের ছাত্র-যুব দের মধ্যে। পাশাপাশি বাবা মেয়ের একসঙ্গে প্রচার দেখতে এখন উন্মুখ আসানসোল শহরের বাসিন্দারাও।
advertisement
আরও পড়ুন: 'বাড়ির পেছনে ইট রেখে খুঁটি আগের মতো পুঁতে দেব', কথা শেষ হতেই এ কী ঘটে গেল! মালদহে চাঞ্চল্য
ইতিমধ্যেই সোনাক্ষী সিনহা ও শত্রুঘ্ন সিনহার ছবি পাশাপাশি রেখে আসানসোল লোকসভা আসনের সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে দিয়েছে শাসক দলের যুব সংগঠন। তাতে ব্যাপক সাড়া মিলছে বলেও দাবি তৃণমূল কংগ্রেসের। সেই সঙ্গে নির্বাচন প্রস্তুতি হিসেবে ব্লকে ব্লকে চলছে কর্মী বৈঠক।
আরও পড়ুন: বাবা শত্রুঘ্ন সিনহার জন্য আসানসোল আসছেন সোনাক্ষী, কবে শুরু প্রচার?
জেলা তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন, ভিআইপি প্রার্থী এখন ট্রেন্ড হয়ে উঠেছে আসানসোলে। সেদিক দিয়ে দেখতে গেলে শত্রুঘ্ন সিনহা প্রার্থী হওয়ায় জয় অনেকটাই সহজ হয়ে গেল বলা যায়। এই আসনে তৃণমূল কংগ্রেসের জয় ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিছুদিন আগেই এখানে পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাতে একরকম একতরফাভাবেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ১০৮ পুরসভার ভোট একতরফাভাবে জিতে নিয়েছে তৃণমূল। এই আবহে আসানসোল লোকসভা আসনের উপনির্বাচন হচ্ছে। রাজনীতির ওয়াকিবহাল মহল বলছে, শত্রুঘ্ন সিনহা প্রার্থী হওয়ায় স্থানীয় স্তরে শাসক দলের গোষ্ঠী কোন্দল অনেকটাই কম থাকবে। তা ছাড়া এর ফলে অবাঙালি ভোট বাড়ানো তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেক সহজ হবে।
Saradindu Ghosh