TRENDING:

Howrah News: শ্বশুর-শাশুড়িকে ঘর বন্ধ করে জ্বালিয়ে দিল জামাই! নৃশংসতার নয়া নজির হাওড়ায়, কেন ঘটল এমন?

Last Updated:

Howrah News: ঠিক কী কারণে এমন নৃশংস কাণ্ড ঘটাল জামাই, তা তদন্ত করে দেখছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: শ্বশুর ও শাশুড়িকে ঘরে বন্ধ করে আগুন ধরিয়ে দিল জামাই। মারাত্মক ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শ্বশুর হারাধন হাজরার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শাশুড়ি তেলকা হাজরা। হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা জামাই গোষ্ঠ মণ্ডলের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ। তবে, ঠিক কী কারণে এমন নৃশংস কাণ্ড ঘটাল জামাই, তা তদন্ত করে দেখছে পুলিশ।
হাওড়ায় শোরগোল
হাওড়ায় শোরগোল
advertisement

দিন কয়েক আগে বীরভূমেও ঘটেছিল এমন ঘটনা। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরে শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল গুণধর জামাই। বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত দক্ষিণ পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্বশুরবাড়িতে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত গুণধর জামাই বাবু দাস। তিনি এসপি মোড় এলাকার বিদেশি পাড়ার বাসিন্দা।

advertisement

আরও পড়ুন: সুশান্তকে নিয়মিত মাদক পৌঁছে দিতেন রিয়া, অভিনেতার মৃত্যু তদন্তে মারাত্মক অভিযোগ এনসিবি-র

তদন্তে জানা যায়, বিদেশি পাড়ার বাবু দাসের সঙ্গে বেশ কয়েক বছর আগে বিয়ে হয় সুস্মিতা বাদ্যকরের (দাস)। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের দু'জনের মধ্যে অশান্তি দানা বাঁধতে শুরু করে। সেই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য গত পাঁচ বছর থেকে সুস্মিতা দাস স্বামীর সঙ্গ ত্যাগ করে ভাড়া বাড়িতে থাকা শুরু করেন। তার সঙ্গে থাকা দুই মেয়ের পড়াশোনার জন্য সুস্মিতা পেট্রল পাম্প-সহ বিভিন্ন জায়গায় কাজে নিযুক্ত হন। তবে যেখানেই তিনি কাজে যেতেন, সেখানেই স্বামী তাকে উত্ত্যক্ত করত তার বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: ওড়িশার উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ, কাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আবার দিন কয়েক আগে কাটোয়াতেও ঘটে একই ধরনের ঘটনা। শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জামাই। আগ্নিদগ্ধ জামাই তন্ময় রায়ের গভীর রাতে কাটোয়া মহকুমা হাসপাতালে মৃত্যু হয়। স্ত্রী-পুত্রকে প্রাণে মারতেই ফেরার জামাই তালা ভেঙে বাড়িতে ঢুকেছিল বলে দাবি পরিবারের। স্ত্রী মৌসুমি রায়কে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। কাটোয়ার পুর এলাকার জেলে পাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শ্বশুর-শাশুড়িকে ঘর বন্ধ করে জ্বালিয়ে দিল জামাই! নৃশংসতার নয়া নজির হাওড়ায়, কেন ঘটল এমন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল