TRENDING:

অমানবিক! ৮০ বছরের মা-কে তিন দিন জল-খাবার না দিয়ে রাখল ছেলে

Last Updated:

তিন দিন ধরে ৮০ বছরের বৃদ্ধা মা-কে খাবার ও জল না দিয়ে ফেলে রাখার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর  ২৪ পরগনার অশোকনগরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: তিন দিন ধরে ৮০ বছরের বৃদ্ধা মা-কে খাবার ও জল না দিয়ে ফেলে রাখার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর  ২৪ পরগনার অশোকনগরে। স্থানীয় সূত্রে জানা যায়, অশোকনগর থানার বাঁশপুল এলাকার বাসিন্দা বৃদ্ধা শান্তিলতা ঘোষ, এক ছেলে ও তিন মেয়ের মা তিনি । ছেলে গোপাল ঘোষের কাছেই থাকতেন শান্তিলতাদেবী । কিন্তু ছেলের মানসিক অত্যাচার একসময়ে চরমে ওঠে। বৃদ্ধা মা আক্ষেপের সুরে জানান, '' তিন দিন আমাকে কোনও খাবার ও জল দেয়নি ওরা।''
বৃদ্ধা শান্তিলতা ঘোষ
বৃদ্ধা শান্তিলতা ঘোষ
advertisement

বৃদ্ধাকে থাকতে দেওয়া হয়েছিল বাড়ির পিছনে একটা ভাঙ্গা টিনের ছাউনির নিচে। রোদ বৃষ্টিতে সেখানেই থাকতে হচ্ছিল তাঁকে। অভিযোগ, শনিবার  একটি টোটোতে‌ মাকে তুলে দেন ছেলে গোপাল ঘোষ। টোটো চালককে বলেন, বৃদ্ধাকে অশোকনগরের ঘোষ পাড়াতে মেয়ের বাড়ি দিয়ে আসতে। সেই মতো টোটো চালক বৃদ্ধাকে মেয়ের বাড়ি ড়েছে আসতে যান, কিন্তু অভিযোগ, মেয়েও মাকে ফিরিয়ে দেন।

advertisement

আরও পড়ুন: 'তেল চুরি'-র অভিযোগে উত্তর ২৪ পরগনার পেট্রোল পাম্পে তুলকালাম কাণ্ড

আরও পড়ুন: বর্ধমান শহরের ভিতর দিয়ে আর বাইরের বাস চালানো যাবে না, জানিয়ে দিল হাইকোর্ট

View More

এরপর, টোটো চালক-ই গোপাল ঘোষকে ফোন করে বিষয়টি জানান। টোটো চালকের দাবি,  ছেলে মুখের উপর বলে দেন, তিনি মা-কে রাখতে পারবেন না।  বৃষ্টির কারণে ভিজে যান ওই বৃদ্ধা। অসহায় ওই বৃদ্ধাকে নিয়ে কী করবেন ভেবে না পেয়ে, অশোকনগর থানার দারস্ত হন টোটো চালক। পুরো ঘটনাটি জানার পরই তৎপরতার সঙ্গে অশোকনগর থানার পুলিশ শান্তিলতা দেবীকে স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। ছেলের এই অমানবিক ঘটনার কথা জেনে, গোপাল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় 'গুণধর' ছেলে পুলিশকেও সাফ জানান,  'আমি মাকে রাখব না'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাতের শুনশান রাস্তায় আচমকা জেলা পরিষদের সহকারী সভাধিপতির গাড়ির সামনে লেপার্ড! হাড়হিম কাণ্ড
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অমানবিক! ৮০ বছরের মা-কে তিন দিন জল-খাবার না দিয়ে রাখল ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল