বৃদ্ধাকে থাকতে দেওয়া হয়েছিল বাড়ির পিছনে একটা ভাঙ্গা টিনের ছাউনির নিচে। রোদ বৃষ্টিতে সেখানেই থাকতে হচ্ছিল তাঁকে। অভিযোগ, শনিবার একটি টোটোতে মাকে তুলে দেন ছেলে গোপাল ঘোষ। টোটো চালককে বলেন, বৃদ্ধাকে অশোকনগরের ঘোষ পাড়াতে মেয়ের বাড়ি দিয়ে আসতে। সেই মতো টোটো চালক বৃদ্ধাকে মেয়ের বাড়ি ড়েছে আসতে যান, কিন্তু অভিযোগ, মেয়েও মাকে ফিরিয়ে দেন।
advertisement
আরও পড়ুন: 'তেল চুরি'-র অভিযোগে উত্তর ২৪ পরগনার পেট্রোল পাম্পে তুলকালাম কাণ্ড
আরও পড়ুন: বর্ধমান শহরের ভিতর দিয়ে আর বাইরের বাস চালানো যাবে না, জানিয়ে দিল হাইকোর্ট
এরপর, টোটো চালক-ই গোপাল ঘোষকে ফোন করে বিষয়টি জানান। টোটো চালকের দাবি, ছেলে মুখের উপর বলে দেন, তিনি মা-কে রাখতে পারবেন না। বৃষ্টির কারণে ভিজে যান ওই বৃদ্ধা। অসহায় ওই বৃদ্ধাকে নিয়ে কী করবেন ভেবে না পেয়ে, অশোকনগর থানার দারস্ত হন টোটো চালক। পুরো ঘটনাটি জানার পরই তৎপরতার সঙ্গে অশোকনগর থানার পুলিশ শান্তিলতা দেবীকে স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। ছেলের এই অমানবিক ঘটনার কথা জেনে, গোপাল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় 'গুণধর' ছেলে পুলিশকেও সাফ জানান, 'আমি মাকে রাখব না'।
রুদ্র নারায়ণ রায়






