অনুব্রত মণ্ডল তিহাড়ে জেলবন্দি ছিলেন দীর্ঘ প্রায় দুবছরের কাছাকাছি। তাই সেই লাইনে স্থান পায় মুকুল, মদন। কবিগুরুর লালমাটি জেলা বীরভূম। আর এই লাল মাটির জেলার লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন। বোলপুরে আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত ছবিটা ছিল অন্যরকম। অনুব্রত মণ্ডলের নাম শুনলেই বাঘে গরুতে জল খেত এক ঘাটে। আর সেই অনুব্রত মণ্ডলের নকল করে সোশ্যাল মিডিয়ায় নিজের নাম তৈরি করেছিলেন সাজেদ খান।
advertisement
অনুব্রত মন্ডলের গ্রেফতারের পর নিত্য নতুন জনপ্রিয় ডায়ালগ আর শোনা যায় না। এর ফলে সেই ডায়লগ নকল করা হয়ে ওঠেনি সাজিদ খানের। যদিও কিছু মাস আগে জেল মুক্তি হয়ে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। তবে সেই আগের হুঙ্কার আর তেমন শোনা যায় না। শোনা যায় না অনুব্রত মণ্ডলের আগের মতো দেওয়া সেই ডায়ালগ।
এখন তাঁর ভরসা মুকুল, মদন। অনুব্রত মণ্ডলের ‘গুড় বাতাসা’ থেকে শুরু করে মদন মিত্রের ‘কচি আম’। এই সমস্ত জনপ্রিয় ডায়ালগ নকল করে নেটিজেনদের মন কেড়েছিল সাজেদ খান। একসময় সোশ্যাল মিডিয়া খুললেই সাজিদ খানের এই সমস্ত ভিডিও সাধারণ মানুষের নজর কাড়ত।
অনুব্রত মন্ডলের নকল করে যে সাজিদ খান একসময় সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠেছিলেন, তিনি জানান, করোনা পরিস্থিতি চলাকালীন ২০২০ সালে তখন ঘরবন্দী থাকত সকলে। সেই সময় তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করার মতো কিছু খুঁজে পাচ্ছিলেন না। আর তখন অনুব্রত মন্ডলের নকল করে তিনি একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- বৌমা কোথায়! হাসপাতাল ভর্তি শ্বশুর খুঁজতে বেরলেন রাস্তায়, তারপরেই যা ঘটল
সেই ভিডিও শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। হঠাৎ কেন অনুব্রত মণ্ডলের নকল করার ইচ্ছে জাগে তার মনে! এ বিষয় তিনি জানান, প্রথম থেকেই বিভিন্ন নেতা নেত্রীদের নকল করার ইচ্ছে ছিল তাঁর। তবে চিত্রনাট্যকর লেখনির অভাব ছিল। আর সেই কারণেই অনুব্রত মণ্ডলের বিভিন্ন জনপ্রিয় সংলাপ নকল করে সোশ্যাল মিডিয়ায় খ্যাতি অর্জন করেন সাজিদ খান।
তিনি আরও জানান, অনুব্রত মণ্ডলের পাশাপাশি তিনি কুণাল ঘোষ মদন মিত্র-সহ বিভিন্ন রাজনৈতিকদের নিয়ে তিনি নকল করেছেন। তবে বীরভূমের অনুব্রত মণ্ডলকে নিয়ে ভিডিও তৈরি করে যে সফলতা অর্জন করেছেন তিনি, বর্তমান সময় দাঁড়িয়ে অন্য কোন নেতা-নেত্রী কে নিয়ে এই ভিডিও করে সেই সফলতা অর্জন করতে পারেননি তিনি।
প্রধানমন্ত্রীকে নিয়ে এবং তাঁর সংলাপ নিয়ে কোন নকল করা হয়ে ওঠেনি তাঁর। তবে আগামিদিনে তিনি সঠিকভাবে তাঁর সংলাপ রপ্ত করে নকল করতে চান। যদি আগামিদিনে রাজনীতিতে অনুব্রত মণ্ডল আবার কোনও নতুন ডায়লগ বলে থাকেন, তা হলে সেই ডায়ালগ নকল করার ইচ্ছা রয়েছে সাজিদ খানের।
সৌভিক রায়