একসময় অযোধ্যা পাহাড়ের এই রাস্তায় শোনা যেত ভারী বুটের শব্দ; হাতে ইনসাস, এসএলআর, একে ৪৭- সব মিলিয়ে আতঙ্কের বাতাবরণ। সবুজ পাতায় চোখে পড়ত রক্তের ছোপ। তবে আজ সেসব ইতিহাস। অতীতের সেই দিন কাটিয়ে প্রকৃতি ফের নিজের ছন্দে ফিরেছে।
আরও পড়ুনঃ হাতানিয়া-দোয়ানিয়া নদীতে জোড়া দুর্ঘটনা! এক মৎসজীবীর মৃত্যু, আরেকজনের কী হল? শোকের ছায়া এলাকায়
advertisement
পরিবেশের এই অপরূপ চেহারা দেখেই আবেগে ভাসলেন একদল পুলিশ। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ধরলেন দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত দেশাত্মবোধক গান। তাঁদের কণ্ঠে শোনা গেল, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি…’।
অতীতের আতঙ্কের বাতাবরণ কাটিয়ে অযোধ্যা পাহাড়ের এই রাস্তায় ফিরেছে প্রকৃতির চেনা রূপ। ডিউটি সেরে ফেরার পথে তা দেখে আবেগে ভাসেন কিছু পুলিশ। ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গেয়েই আবেগের বহিঃপ্রকাশ করেন তাঁরা।