TRENDING:

নির্জন জঙ্গল, হঠাৎ ভেসে এল দেশাত্মবোধক গান! কারা গাইছিলেন? জানলে অবাক হয়ে যাবেন!

Last Updated:

দূর থেকে ভেসে আসে দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান- 'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডলঃ নির্জন জঙ্গলের রাস্তা। দূর থেকে ভেসে আসছে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের সেই বিখ্যাত গান- ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি’। কাছে আসতেই দেখা যায়, কয়েকজন পুলিশকর্তা একসঙ্গে এই গান করছেন। প্রকৃতির অপরূপ চেহারা দেখে আবেগে ভাসেন তাঁরা। এরপরেই ধরেন এই বিখ্যাত দেশাত্মবোধক গান।
জঙ্গলের রাস্তায় দেশাত্মবোধক গান ধরলেন কারা? প্রতীকী ছবি
জঙ্গলের রাস্তায় দেশাত্মবোধক গান ধরলেন কারা? প্রতীকী ছবি
advertisement

একসময় অযোধ্যা পাহাড়ের এই রাস্তায় শোনা যেত ভারী বুটের শব্দ; হাতে ইনসাস, এসএলআর, একে ৪৭- সব মিলিয়ে আতঙ্কের বাতাবরণ। সবুজ পাতায় চোখে পড়ত রক্তের ছোপ। তবে আজ সেসব ইতিহাস। অতীতের সেই দিন কাটিয়ে প্রকৃতি ফের নিজের ছন্দে ফিরেছে।

আরও পড়ুনঃ হাতানিয়া-দোয়ানিয়া নদীতে জোড়া দুর্ঘটনা! এক মৎসজীবীর মৃত্যু, আরেকজনের কী হল? শোকের ছায়া এলাকায়

advertisement

পরিবেশের এই অপরূপ চেহারা দেখেই আবেগে ভাসলেন একদল পুলিশ। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ধরলেন দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত দেশাত্মবোধক গান। তাঁদের কণ্ঠে শোনা গেল, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি…’।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অতীতের আতঙ্কের বাতাবরণ কাটিয়ে অযোধ্যা পাহাড়ের এই রাস্তায় ফিরেছে প্রকৃতির চেনা রূপ। ডিউটি সেরে ফেরার পথে তা দেখে আবেগে ভাসেন কিছু পুলিশ। ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গেয়েই আবেগের বহিঃপ্রকাশ করেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নির্জন জঙ্গল, হঠাৎ ভেসে এল দেশাত্মবোধক গান! কারা গাইছিলেন? জানলে অবাক হয়ে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল