স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে পথের আলো নিভিয়ে দিয়ে বারুইহুদা এলাকায় হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, কয়েক ঘন্টা ধরে চলে তাঁদের তাণ্ডব। ওই এলাকার ৫-৭ টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ আটকে দেবে বিপদ! পড়ুয়াদের জন্য বিশেষ শিবির মেদিনীপুরের কলেজের, প্রচুর কাজে আসবে এই শিক্ষা
advertisement
স্থানীয়দের দাবি, ওই এলাকার কয়েকজন দুষ্কৃতী দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দাদের কাছ থেকে তোলাবাজি করে। তোলার টাকা না দিলেই রাতের অন্ধকারে বাড়িতে হামলা চালায় তাঁরা।
এছাড়াও ওই এলাকার অঙ্গনওয়ারি কেন্দ্রে চলে মদ ও জুয়ার আসর। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এমনকি এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেও দুষ্কৃতীদের হামলার শিকার হতে হবে বলে মনে করছেন স্থানীয়রা। গতকাল রাতে এলাকার একাধিক বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।