TRENDING:

কোনও গাড়ির দরজায় বাড়ির ছিটকানি, কোথাও আবার পণ্যবাহি গাড়িতে কাঠের টেবিল লাগিয়ে চলছে পুলকার  

Last Updated:

পুলকার মালিকদের সাথে পুলিশের ভালো সম্পর্ক তাই এখনো শীতঘুমে প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: কোথায় পণ্যবাহী গাড়িতে কাঠের টেবিল লাগিয়ে ছাত্রদের বসার জন্য করা হয়েছে জায়গা৷ আবার কোথাও বাড়ির দরজার ছিটকানি ব্যবহার করে তৈরী হয়েছে গাড়ির লক৷ এই ভাবেই চলছে হাওড়ার নামিদামি স্কুলের পুলকার, নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন |
advertisement

হুগলির পোলবার পুলকার দুর্ঘটনার পর যখন নড়চড়ে বসেছে দেশের উচ্চ আদালত তখন কিছু অসাধু পুলকার ব্যবসায়ী এখনো কলার তুলে শিশুদের জীবন নিয়ে খেলছে প্রতিদিন | হাওড়া সিটি পুলিশের তরফে বারবার বিভিন্ন এলাকায় স্কুল কর্তৃপক্ষ, পুলকার সংগঠন, এমনকি বিভিন্ন অভিভাবকদের নিয়ে বৈঠক করে পুলকার গাইডলিনের পাঠ পড়িয়েছেন | কিন্তু তাতে কি? শিশুদের জীবন রক্ষার কোনও পদক্ষেপই এখনও নেওয়া গেল না | উত্তর হাওড়া ও বালি - বেলুড় এলাকার স্কুল গুলির ক্ষেত্রে যে পুলকার ব্যবহার হচ্ছে, সেই ক্ষেত্রে সব থেকে বেশি গাফিলতি নজরে এসেছে প্রশাসনের | এই পুলকার ব্যবহার করা ছাত্রছাত্রীরাও আতঙ্কে রয়েছে| তারাও জানাচ্ছে তাদের অভিজ্ঞতার কথা |

advertisement

কেউ কেউ জানিয়েছে, কাঠের দরজার ছিটকানি কখনও কখনও বন্ধ হয় না৷ তখন দরজা টেনে ধরে রাখতে হয় নিজেদেরই | আবার কেউ কেউ জানাচ্ছে কাঠের তৈরী টেবিলে বসতে গিয়ে তাতে লাগানো পেরেকে জামা প্যান্ট তো ছিঁড়ে যাচ্ছেই, কখনও কখনও আঘাতও পাচ্ছে পড়ুয়ারা | আর অভিভাবকদের দাবি ব্যবসা, চাকরি সামলাতে সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া আসা করা তাদের কাছে সমস্যার | বাধ্য হয়েই পুলকারের ওপর তাদের ভরসা করতে হচ্ছে | তবে সাম্প্রতিক ঘটনায় তারাও দুশ্চিন্তায় | তাই এখন প্রশাসনের ওপরেই নির্ভর করে রয়েছেন তাঁরা | আর পুলকার চালকদের দাবি তারা শুধু মাত্র ড্রাইভারের কাজে তাঁরা নিযুক্ত, গাড়ির মালিক যা গাড়ি তাঁদের দেবেন, সেই গাড়ি তাঁরা চালান | গাড়িগুলির অবস্থা অত্যন্ত খারাপ হলেও পুলিশ তাঁদের ধরে না, কারণ মালিকের সঙ্গে পুলিশের সুসম্পর্ক রয়েছে |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

DEBASISH CHAKRABORTY

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোনও গাড়ির দরজায় বাড়ির ছিটকানি, কোথাও আবার পণ্যবাহি গাড়িতে কাঠের টেবিল লাগিয়ে চলছে পুলকার  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল