TRENDING:

North 24 Parganas News: সাধারণ খেটে খাওয়া মানুষের সহায় বজ্রনিরোধক! অনন্য সৃষ্টি সোদপুরের স্কুল শিক্ষকের

Last Updated:

North 24 Parganas News: বজ্রনিরোধক যন্ত্রটি সিপিআরআই সেন্ট্রাল পাওয়ার রিসার্চের পক্ষ থেকেও ছাড়পত্র পেয়েছে। পশুপতি বাবু জানিয়েছেন ,উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, হুগলি জেলার মধ্যে প্রায় চল্লিশটি জায়গায় এই নিরোধক লাগানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোদপুর: বিনা স্বার্থে অপরের সহায়ক। কে বা কেন জানেন? বহুতল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অথবা সরকারি প্রতিষ্ঠান রক্ষা করতে বজ্রনিরোধক নতুন নয়। কিন্তু গ্রাম বাংলার মাঠে-ঘাটে কাজে যাওয়া কৃষক বা জেলেদের জন্য  অর্থাৎ সাধারণ স্বল্প উপায়ী মানুষের কথা ক’জন ভাবে? তাঁদের জন্য বজ্রপাত থেকে বাঁচানোর উদ্যোগ বা বজ্র নিরোধক কিছু করতে দেশের কোথাও কাউকে স্ব-উদ্যোগী হতে চোখে পড়েছে কখনও? তবে  নিজের খরচে  একমাত্র সেই কাজ করে চলেছেন সোদপুরের স্কুল শিক্ষক। স্কুল পড়ুয়াদের নিয়ে তৈরি করা বজ্রনিরোধক যন্ত্র বসাচ্ছেন মাঠে-ঘাটে। বছর ছয়েক আগে বজ্রপাত থেকে বাঁচাতে এমন নতুন আবিষ্কার গোটা দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠ স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক পশুপতি মণ্ডল। তাঁরই নেতৃত্বে  ছাত্র-ছাত্রীদের তৈরি বজ্র নিরোধক যন্ত্র ২০১৯ সালে ন্যাশনাল চিলড্রেন সাইন্স পুরস্কার ছিনিয়ে এনেছিল।
advertisement

ইতিমধ্যে এই নিরোধক যন্ত্রটি সিপিআরআই সেন্ট্রাল পাওয়ার রিসার্চের পক্ষ থেকেও ছাড়পত্র পেয়েছে। পশুপতি বাবু জানিয়েছেন ,উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, হুগলি জেলার মধ্যে প্রায় চল্লিশটি জায়গায় এই নিরোধক লাগানো হয়েছে। পাশাপাশি ফাঁকা জায়গায় এই  নিরোধকের ক্ষমতা সম্পর্কেও অবগত করেন। তিনি জানান, প্রায় ২১০ মিটার পর্যন্ত বাজ পড়লেও এই নিরোধকের কারণে বিপদের কোনও আশঙ্কা থাকবে না। এমনকি এই যন্ত্র তৈরিতে খরচ পড়ে প্রায় ১৫০০ থেকে ২০০০ টাকা। তাই পকেটের টাকায় এবং স্কুল পড়ুয়াদের নিয়ে এই বজ্র নিরোধক তৈরি করে বিভিন্ন জায়গায় বসাচ্ছেন তিনি। যাতে সাধারণ খেটে খাওয়া মানুষের কাজে লাগে।

advertisement

সরকারের সাহায্য পেলে এই বিষয়টিকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার আশা রাখেন পশুপতি বাবু।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার সমুদ্রতটে ওগুলো কী...? যেন সবুজ কার্পেটে ঢেকেছে স্নানঘাট, 'ফাঁদে' পড়ছেন পর্যটকরা!
আরও দেখুন

শুভজিৎ সরকার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সাধারণ খেটে খাওয়া মানুষের সহায় বজ্রনিরোধক! অনন্য সৃষ্টি সোদপুরের স্কুল শিক্ষকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল