সোদপুরের নির্যাতিতা তরুণীর উপর অত্যাচারের ঘটনায় কলকাতার গল্ফগ্ৰিন থেকে অভিযুক্ত ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত পলাতক মা শ্বেতা খান। অভিযোগ, নির্যাতিতাকে পর্ন ভিডিও তৈরির জন্য চাপ দিত শ্বেতা। ক্রীতদাসের মতো কাজ করাত, মারধর চলত।
আরও পড়ুন: পর্নকাণ্ডে গ্রেফতার ‘ছেলে’ আরিয়ান খান, ‘মা’ শ্বেতা কোথায়! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
advertisement
আরিয়ান খানের গ্রেফতারের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ প্রশাসনের ভূমিকায় খুশি নির্যাতিতা তরুনীর মা-সহ এলাকার মানুষজন। যেভাবে আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে, সেভাবেই মা শ্বেতা খানকে গ্রেফতার করুক পুলিশ। নিউজ ১৮ বাংলায় দাবি নির্যাতিতার মায়ের। আরিয়ানের এক বন্ধু থাকতো গল্ফগ্রিনের ঝিলমিল পাড়া এলাকায়। তার কাছেই নাকি আরিয়ান গত দু’দিন ধরে আত্মগোপন করে ছিল। বুধবার সকালে ১১টার আশপাশে স্থানীয় একটি স্কুলের সামনে আড্ডা মারছিল আরিয়ান। সেই সময় তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ।
আরও পড়ুন: অতি চালাকের গলায় দড়ি! তিনটি শব্দই ধরিয়ে দিল সোনমকে! পুলিশের ওই এক সন্দেহেই সোনমের সব পর্দাফাঁস
অন্যদিকে, শ্বেতার মাকে আটক করা হয়েছে। তা ছাড়াও মহিলার বছর তিনেকের কন্যাসন্তানকেও কলকাতায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এখন চলছে শ্বেতার খোঁজ।
সুবীর দে