TRENDING:

প্রেমিকার একাধিক সম্পর্ক, নিত্যদিন অশান্তি! নিজের চরম ক্ষতি করে দিল প্রেমিক

Last Updated:

প্রেমিকা বাবলি পান্ডের একাধিক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোদপুর, উত্তর ২৪ পরগণা, সুবীর দে: প্রেমিকের অস্বাভাবিক মৃত্যু। অভিযোগের তির প্রেমিকার দিকে। ভিডিও কল করে প্রেমিককে এই পথে যাওয়ার প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রেমিকার দিকে। যে ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রেমিকার বাড়ির সামনে এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছেন। অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিকী ছবি। (সৌজন্যে AI)
প্রতিকী ছবি। (সৌজন্যে AI)
advertisement

জানা গিয়েছে, সোদপুর অ্যঙ্গলেস নগর এলাকায় বাবলি নামে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় বিবেক দাস নামে ওই যুবকের। দীর্ঘদিন ধরে এই প্রেমের সম্পর্ক ছিল দুজনের। এরপর গত শনিবার হোয়াটসঅ্যাপে ম্যাসেজে দুজনের মধ্যে ঝামেলা হয়। এরপরেই নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার পথ বেছে নেন বিবেক দাস। তাতে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকা বাবলি পান্ডের বিরুদ্ধে।

advertisement

আরও পড়ুন : স্বাধীনতা দিবসে সম্প্রীতির ছবি! ভারত–বাংলাদেশ সীমান্তে সোনাই নদীতে নৌকা বাইচে উৎসবের আমেজ

এই ঘটনার পর এলাকার মানুষজন প্রেমিকার বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। প্রেমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেমিক বাবলি পান্ডেকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।অভিযুক্ত প্রেমিকা বাবলি পান্ডের একাধিক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন : প্রথমবার দিঘায় জন্মাষ্টমী উৎসব, ভোগের এলাহি আয়োজন! কী কী থাকছে মেনুতে?

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত প্রেমিকার শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পাশাপাশি বাবলি পাণ্ডের কঠোর শাস্তির দাবি তুলেছেন যুবকের পরিবারের সদস্যরা। স্থানীয়দের বিক্ষোভের পরে খড়দহ থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত প্রেমিকাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমিকার একাধিক সম্পর্ক, নিত্যদিন অশান্তি! নিজের চরম ক্ষতি করে দিল প্রেমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল