আরও পড়ুন: একদম সময় নেই হাতে, প্রবল ঝড়বৃষ্টি আসছে কলকাতা-সহ চার জেলায়! সঙ্গে বজ্রপাতের আশঙ্কা
এই সময়কালে প্রতিটি শুক্রবার মধ্যরাত থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ব্রিজে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর পাশাপাশি বিশেষভাবে জানানো হয়েছে, ব্রিজের কাজ চলাকালীন যখন পূর্ব দিক ধরে মেরামতি চলবে তখন পূর্ব দিকের, আবার যখন পশ্চিম দিক ধরে মেরামতি চলবে তখন পশ্চিম দিকের সমস্ত ব্যবসায়ীদের শনি ও রবিবার করে সমস্ত দোকানপাট বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে। ফলে ক্রেতা-বিক্রেতা থেকে থেকে শুরু করে নিত্য পথযাত্রী এবং সাধারণ যাত্রীদের কিছুটা দুর্ভোগ হলেও, দ্রুত কাজ শেষ করতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান।
advertisement
বিকল্প রুট হিসেবে সোদপুর থেকে মধ্যমগ্রাম ও বারাসাতগামী বাস চলবে এফোর রোড ধরে। অন্যদিকে, ছোট যানবাহন যেমন অটো ও টোটো চালান হবে রামচন্দ্রপুর রোড হয়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বিকল্প ব্যবস্থার মাধ্যমে ট্র্যাফিক স্বাভাবিক রাখা হবে এবং ব্রিজ মেরামতের কাজ যথাসময়ে শেষ করার চেষ্টা চলবে। স্থানীয় বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে।
শুভজিৎ সরকার