গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের রানীনগর থানার নরেন্দ্রপুর মাঠে অভিযান চালায় রানীনগর পুলিশ। সরষের জমি থেকে তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ। এত পরিমাণে সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
আরও পড়ুনঃ মুন্সিদের ‘দাদাগিরি’! বর্ধিত মজুরি থেকে বঞ্চিত জেলার বিড়ি শ্রমিকরা, সংসার চালাতে নাভিশ্বাস উঠছে
advertisement
স্থানীয়দের অভিযোগ, সরষের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সকেট বোমা। যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। প্রাণহানি হতে পারত। বোমা উদ্ধারের পর পুলিশ খবর দেয় বম্ব স্কোয়াড কর্মীদের। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করেন বম্ব স্কোয়াড কর্মীরা।
আরও পড়ুনঃ শিক্ষকদের দ্বন্দ্ব, স্কুলে ১৫ দিন ধরে বন্ধ মিড ডে মিল! খাবার না পেয়ে স্কুলে অনুপস্থিত পড়ুয়ারা
কোথা থেকে আসলো এত পরিমাণ সকেট বোমা? ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।
