TRENDING:

চালের আকাশছোঁয়া দাম কমবে কবে, জানুন ব্যবসায়ীরা কী বলছেন

Last Updated:

Rice Price : চালের দামও বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান : রাজ্যের শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমান জেলায় চালের দাম বেড়েই চলেছে । এর ফলে সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাসিন্দারা । তাঁরা বলছেন, আয়ের পরিমাণ একই থাকছে । অথচ সব জিনিসপত্রের দাম আকাশছোঁয়া । তার উপর চালের দামও বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে । ধানের যোগান কম থাকার জন্য চালের উৎপাদন কম হচ্ছে। সে কারণেই দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ধানের যোগান কম থাকার জন্য চালের উৎপাদন কম হচ্ছে।
ধানের যোগান কম থাকার জন্য চালের উৎপাদন কম হচ্ছে।
advertisement

পূর্ব বর্ধমান জেলায় মিনিকেট  রত্না,বাঁশকাঠি, লালস্বর্ণ-সহ সব  চালের দাম ধাপে ধাপে অনেকটাই বেড়ে গিয়েছে । দু মাস আগে মিনিকেট চালের কেজি প্রতি দাম ছিল ৪২ - ৪৩ টাকা । সেখানে তা এখন ৫০ টাকায় পৌঁছে গিয়েছে । দুমাস আগে লালস্বর্ণ চাল বিক্রি হচ্ছিল ২৪ টাকায় । সেই চালের দাম এখন ৩৬ টাকায় পৌঁছে গিয়েছে । রত্না চালের দাম ছিল ৩৬ টাকা, সেই চাল এখন ৪৫ টাকায় বিক্রি হচ্ছে । বাঁশকাঠি চাল ৫৫ টাকায় পাওয়া যাচ্ছিল । কেজি প্রতি এখন বাঁশকাঠি চালের দাম ৭৫ টাকা ।

advertisement

আরও পড়ুন : বিনয়-বাদল-দীনেশের শিক্ষাগুরুর কর্মভূমি আজ আগাছায় ঢাকা, নিত্য বসে তাস ও নেশার আসর

ব্যবসায়ীরা বলছেন  এ বার বর্ষায় সেভাবে বৃষ্টি না হওয়ায় চাষিরা ধান ধরে রাখছেন । ধান বিক্রির প্রতি তাঁদের আগ্রহ কম । বৃষ্টির অভাবে বা প্রাকৃতিক দুর্যোগে ধানের ফলন কম হতে পারে এই আশঙ্কায় ধান বিক্রি করতে চাইছেন না অনেকে । আবার দাম বাড়তে পারে এই আশায় ধান ধরে রাখছেন সম্পন্ন কৃষকরাও ।

advertisement

আরও পড়ুন :  মালদহের শিল্পীদের হাতে বোনা বহুমূল্য ‘তিব্বতি গালিচা’ পাড়ি দিচ্ছে বিদেশ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ধানের ঘাটতি থাকায় চাল উৎপাদন কম হচ্ছে । চালের দাম বাড়ার সেটাও একটি অন্যতম কারণ । এ ছাড়া মিনিকেট চালের জন্য প্রয়োজনীয় ধান নেই । বর্ষার ধান উঠলে তা থেকে মিনিকেট চাল তৈরির কাজ গতি পাবে। সে জন্য আরও তিন চার মাস অপেক্ষা করতে হবে । তা ছাড়া জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার ফলে বেড়েছে পরিবহণ খরচও । তাই এখনই চালের দাম কমা তো দূরের কথা তা আরও খানিকটা বাড়তে পারে বলেই মনে করছেন ব্যবসায়ীরা ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চালের আকাশছোঁয়া দাম কমবে কবে, জানুন ব্যবসায়ীরা কী বলছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল