আরও পড়ুন: রাজপুরের দুটি কাঠের গোডাউনে বিধ্বংসী আগুন
কলকাতার পর এবার রাজারহাটের শাসন গ্রাম পঞ্চায়েতের আমিনপুর এলাকায় ৮০০ বেডের স্নায়ু সংক্রান্ত জটিল রোগের চিকিৎসার অত্যাধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি গড়ে উঠলে স্থানীয়দের পাশাপাশি উপকৃত হবেন রাজ্যের অসংখ্য রোগী ও তাঁদের পরিজনরা। নিউরো সায়েন্স ফাউন্ডেশন, কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের সহযোগিতায় চালু হবে আইএনকে মেডিকেল কলেজ স্নায়ুতীর্থ। এই মাল্টি স্পেশালিটি হাসপাতালকে ঘিরে চিকিৎসা ক্ষেত্রে প্রায় ৫ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এখানে সব রকমের স্নায়ু সংক্রান্ত অসুখের সমাধান মিলবে বলে কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে। পাশাপাশি স্নায়ু রোগ সংক্রান্ত শিক্ষা ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব পাবে এই হাসপাতাল, এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। এখানে স্বাস্থ্য সাথী সহ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ফলে রাজ্যের গরিব মানুষরাও এই হাসপাতালে এসে চিকিৎসা করানোর সুযোগ পাবেন। আপাতত ৩৩ একর জায়গা নিয়ে গড়ে উঠবে এই মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ।
রুদ্রনারায়ণ রায়






