অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দুষ্কৃতীরা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন। রাস্তায় বেরিয়ে মোবাইল ফোনে কথা বলি আমরা অনেকেই। সেই সুযোগই কাজে লাগাচ্ছিল দুষ্কৃতীরা।
পেছন থেকে এসে হাতের মোবাইল ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলে দ্রুত গতিতে চম্পট দিচ্ছিল তারা। বর্ধমান শহরের ছোটনীলপুর, বড় নীলপুর, শাখারী পুকুর সহ বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটছিল।
advertisement
অবশেষে মোটর বাইকে করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ টি মোবাইল ফোন। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক।
বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, মোটর সাইকেলে করে এসে মোবাইল ছিনতাই চক্রের সাথে যুক্ত ২ যুবকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতরা হল রাজেশ রায়। সে কাঞ্চন নগর এলাকার বাসিন্দা। আর একজন বাবলু চৌধুরী। সে শহর লাগোয়া বেলকাশ এলাকার বাসিন্দা।
আরও পড়ুন- মাত্র ৪৯ টাকায় বাসন্তি পোলাও ও চিকেন কষা! ঠিকানা না জানলে ভুল করবেন
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ ই সেপ্টেম্বর বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে এক কলেজ পড়ুয়ার মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে স্থানীয় বাসিন্দাদের তোলা ভিডিও ও সি সি টিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে বর্ধমান থানার পুলিশ।
ছিনতাইকারীদের প্রধান টার্গেট ছিল মহিলারা। রাস্তায় ফোন করার সময় রাজেশ রায় বাইকে করে এসে মহিলাদের কাছ থেকে মোবাইল ছিনতাই করত এবং সেই ছিনতাই হওয়া মোবাইল গুলি বাবলু চৌধুরী নামে ব্যক্তিকে বিক্রি করত।
ঘটনায় বর্ধমান শহর থেকেই রাজেশ রায় ও বাবলু চৌধুরীকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ এবং উদ্ধার হয় ১৫ টি মোবাইল। বাজেয়াপ্ত করা হয়েছে রাজেশ রায়ের ব্যবহৃত বাইক।
আরও পড়ুন- টাকার অভাব, এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় নবদ্বীপের দুই যুবক
শুক্রবার মোবাইলগুলি আসল মালিকের হাতে তুলে দেন ডিএসপি ট্রাফিক টু রাকেশ কুমার চৌধুরী। এই ঘটনার সাথে কারা কারা যুক্ত আছে জানতে ধৃতদের নিজেদের হেফাজতের চেয়ে বর্ধমান আদালতে পেশ করেছে বর্ধমান থানার পুলিশ।