TRENDING:

Safety Tips From Snakes: কিলবিল করছে সাপ, কোথায় কোথায় লুকিয়ে রাজারহাট-নিউটাউনে, কীভাবে বাঁচাবেন রইল টিপস

Last Updated:

Safety Tips From Snakes: অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে ১৮০০ ১০৩৭ ৬৫২ এই নম্বর কল করতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজারহাট নিউটাউনে সাপের আতঙ্কে এলাকাবাসী। একাধিক নির্দেশিকা জারি এন কে ডি এর।আতঙ্কের নাম চন্দ্রবোড়া। যাতে ত্রস্ত রাজারহাট নিউটাউন এর বাসিন্দারা। অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন আর তাতেই উৎপাত হয়েছে সাপের। তিনদিন আগেই রাজারহাট নারায়ণপুর এলাকার নারকেল বাগান নিরঞ্জন পল্লীর বাসিন্দা মিঠু প্রামানিক সাপের কামড়ে প্রাণ হারান।
advertisement

চিন্তার ভাঁজ এন কে ডি এর,। এন কে ডি এর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন যে রাজারহাট নিউটাউন এর বাসিন্দাদের জন্য তারা একটি নিরাপত্তা পরামর্শ ও সতর্কতার নির্দেশিকা জারি করেছেন এবং বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে।

অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে ১৮০০ ১০৩৭ ৬৫২ এই নম্বর কল করতে পারেন।

আরও পড়ুন –Independence Day Freedom Fighter: আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে পড়াশোনা, যোগ দেন স্বাধীনতা আন্দোলনে, মানুষের কাছে থেকে মানুষের জন্য লড়তেন

advertisement

View More

একদিকে যেমন তৎপর এন কে ডি এ অপর দিকে বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র বিশেষ ব্যবস্থা নিয়েছে সাপ উদ্ধার ও তাদের পুনর্বাসন এর। এক সর্প বিশেষজ্ঞ তাপস রায় জানান রাজারহাট নিউটাউন এক সময় ছিল ফাকা জলা জমি ঐতিহ্যগত ভাবে এখানে সাপ বরাবর ছিল তবে নতুন আতঙ্ক হচ্ছে চন্দ্রবোড়া। এই সাপ সাধারণত বালির ভিতরেই থাকে আর রাজারহাট নিউটাউন উন্নত শহর তৈরি হচ্ছে এখনও আর বহুতল নির্মাণের জন্য যে বালি ব্যবহার হয় সেই বালির গাড়িতে করেই চলে আসছে এই চন্দ্রবোড়া । সাধারণত সাপ ডিম পারলেও এই সাপ বাচ্চা প্রসব করে। একসাথে ৭০ থেকে ৮০ টি বাচ্চা প্রসব করতে পারে এই সাপ যে কারণেই নিউটাউন রাজারহাট এলাকায় ছড়িয়ে পরেছে । আতঙ্কিত হবেন না সাপের কামড়ের চিকিৎসা যথেষ্ট উন্নত। সঠিক সময়ে চিকিৎসা করলে সুস্থ হয়ে যায় মানুষ। গত এক বছরে প্রায় পনেরো জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছে এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গত এক বছরে ওই এলাকা থেকে তিনশো এর বেশি সাপ উদ্ধার ও পুনর্বাসন করা হয়েছে।

advertisement

Subha Dhali

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Safety Tips From Snakes: কিলবিল করছে সাপ, কোথায় কোথায় লুকিয়ে রাজারহাট-নিউটাউনে, কীভাবে বাঁচাবেন রইল টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল