TRENDING:

ক্লাস চলছিল স্কুলে, হঠাৎ 'হিসহিস করে' উঠল বিষাক্ত সাপ! আতঙ্কে হুলস্থুল কাণ্ড...সোদপুরে,তার পর যা হল!

Last Updated:

Snake In Classroom: সোদপুরের মহেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল স্কুল চত্বরে। হঠাৎ ক্লাস চলাকালীন সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে,সোদপুর: ক্লাস চলছিল। হঠাৎ হিসহিস শব্দ, ঘরের মধ্যে ওটা কী কিলবিল করছে! সঙ্গে সঙ্গে হুলস্থুল কাণ্ড। সাপ সাপ করে চিৎকার! সোদপুরের মহেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল স্কুল চত্বরে। হঠাৎ ক্লাস চলাকালীন সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। মুহূর্তের মধ্যে স্কুলে হুলস্থুল পড়ে যায়।
ক্লাস চলছিল। হঠাৎ হিসহিস শব্দ, ঘরের মধ্যে ওটা কী কিলবিল করছে! সঙ্গে সঙ্গে হুলস্থুল কাণ্ড। সাপ সাপ করে চিৎকার! সোদপুরের মহেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল স্কুল চত্বরে। হঠাৎ ক্লাস চলাকালীন সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। মুহূর্তের মধ্যে স্কুলে হুলস্থুল পড়ে যায়। 
ক্লাস চলছিল। হঠাৎ হিসহিস শব্দ, ঘরের মধ্যে ওটা কী কিলবিল করছে! সঙ্গে সঙ্গে হুলস্থুল কাণ্ড। সাপ সাপ করে চিৎকার! সোদপুরের মহেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল স্কুল চত্বরে। হঠাৎ ক্লাস চলাকালীন সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। মুহূর্তের মধ্যে স্কুলে হুলস্থুল পড়ে যায়। 
advertisement

পানিহাটী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বিদ্যালয়ের পেছনেই রয়েছে ঘন জঙ্গল, যা দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, এই জঙ্গলেই বহুদিন ধরে সাপের অবাধ চলাফেরা রয়েছে। এবার সেই জঙ্গল থেকেই বিষধর চন্দ্রবোড়া সাপ স্কুলের মধ্যে ঢুকে পড়ে।

আপনার প্রস্রাবে কি ‘ফেনা’ হয়? শরীরে কী হয়ে আছে জানেন…? এড়িয়ে গেলে কী বিপদ হবে? জেনে নিন!

advertisement

মাছ নয়, ‘মহৌষধ’! ভাজা করে খেলেই রক্ত থেকে নিংড়ে বেরোবে ‘Sugar’! ভিটামিন ‘ডি’ ভরপুর…কমায় ক্যানসার!

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাপ উদ্ধারকারী দল। তারা সাপটিকে উদ্ধার করে ও ছাত্রছাত্রীদের আতঙ্ক কাটাতে সচেতনতামূলক বার্তা দেয়। তবে এই ঘটনায় চিন্তিত অভিভাবকরাও।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয় কাউন্সিলর স্বপন কুন্ডু জানান, স্কুল লাগোয়া এই জমি ব্যক্তি মালিকানাধীন। জমির মালিককে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। দ্রুত জঙ্গল পরিষ্কার করে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্লাস চলছিল স্কুলে, হঠাৎ 'হিসহিস করে' উঠল বিষাক্ত সাপ! আতঙ্কে হুলস্থুল কাণ্ড...সোদপুরে,তার পর যা হল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল