দক্ষিণ চব্বিশ পরগণার বাসিন্দা মোজেহার গাজি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাপ উদ্ধার করতেন৷ সাপেদের প্রাণে না মারার জন্য জেলায় জেলায় গিয়ে সচেতনতামূলক প্রচার করতেন৷ সাপেদের নিয়ে সচেতনতা বাড়াতে করতেন প্রদর্শনী৷ বিজ্ঞান মঞ্চের সদস্যও ছিলেন তিনি৷
আরও পড়ুন: বাড়ির ভিত খুঁড়তেই বেরিয়ে এল ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ! পিংলায় রহস্য, ছুটে এল পুলিশ-বিডিও
advertisement
মোজেহার গাজির কাছে বেশ কয়েকটি সাপও রাখা ছিল৷ পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের দনিচক এলাকাতেও একটি বাড়ি ছিল মোজেহার গাজির৷ সেই বাড়িতেই বেশ কয়েকটি সাপও রাখা ছিল৷ যেগুলি তিনি প্রদর্শনীতে দেখাতেন৷
মঙ্গলবার সেই সাপগুলির মধ্যে একটি সাপকে খাওয়াতে গিয়েই ছোবল খান মোজেহার গাজি৷ এর পর তাঁকে উদ্ধার করে ডেবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রায় ৭০ বছর বয়সি মোজেহার গাজির৷
মৃত মোজেহার গাজির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ তাঁর কাছে থাকা ওই সাপগুলির কী হবে, তা নিয়েই এখন দুশ্চিন্তায় সবাই৷