Mystery tunnel at Pingla: বাড়ির ভিত খুঁড়তেই বেরিয়ে এল ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ! পিংলায় রহস্য, ছুটে এল পুলিশ-বিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পিংলা ব্লকের রাজবল্লভ এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকার বাড়ী তৈরির কাজ করার জন্য ভিত খোলার কাজ চলছিল।
দিগ্বিজয় মাহালি, পিংলা: বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তেই মিলল ১৫ ফুট লম্বা সুড়ঙ্গের হদিশ৷ সুড়ঙ্গের মধ্যে থেকে মিলল ইটের গাঁথনিও৷ শুধু তাই নয়, সুড়ঙ্গের শেষে মিলেছে কয়েকটি সিঁড়ির ধাপও৷ এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা অনিমা ঘোষের বাড়িতে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার বিডিও এবং পুলিশ৷ রহস্যময় সুড়ঙ্গ দেখতে ভিড় জমান কয়েকশো মানুষ৷
পিংলা ব্লকের রাজবল্লভ এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকার বাড়ী তৈরির কাজ করার জন্য ভিত খোলার কাজ চলছিল। কয়েকদিন ধরে ভিত খোলার পর আজ সকালেই দেখা গেল একটি বড় সুড়ঙ্গ পথ। চুন, সুরকি ও ইটের পাতলা আস্তরণ দিয়ে তৈরি এই সুড়ঙ্গ। প্রায় ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গের শেষে কয়েকটি সিঁড়ির ধাপও মিলেছে৷
advertisement
আরও পড়ুন: মন্দারমণিতে চলবে না বুলডোজার, নির্দেশ মমতার! হোটেল-রিসর্ট ভাঙার নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী
advertisement
ওই সুড়ঙ্গ দেখে স্পষ্ট, তা বহু বছর আগের তৈরি৷ বাড়ির বাসিন্দা অনিমা ঘোষ জানান, তিনি তাঁর শাশুড়ির থেকে শুনেছেন বহু বছর আগে ওই জায়গায় জমিদার বাড়ি এবং মন্দির ছিল৷ অনিমাদেবীর ধারণা, ওই সুড়ঙ্গ সেই সময়কারই৷
advertisement
প্রাথমিক ভাবে ওই সুড়ঙ্গ থেকে প্রত্নতাত্ত্বিক ভাবে গুরুত্বপূর্ণ কিছু মেলেনি বলেই জানিয়েছেন বিডিও৷ যদিও সুড়ঙ্গের ভিডিও তুলে বিশেষজ্ঞদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ পাশাপাশি আপাতত বাড়ি তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2024 10:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mystery tunnel at Pingla: বাড়ির ভিত খুঁড়তেই বেরিয়ে এল ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ! পিংলায় রহস্য, ছুটে এল পুলিশ-বিডিও