Mystery tunnel at Pingla: বাড়ির ভিত খুঁড়তেই বেরিয়ে এল ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ! পিংলায় রহস্য, ছুটে এল পুলিশ-বিডিও

Last Updated:

পিংলা ব্লকের রাজবল্লভ এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকার বাড়ী তৈরির কাজ করার জন্য ভিত খোলার কাজ চলছিল।

পিংলায় খোঁজ মিলল এই সুড়ঙ্গের৷
পিংলায় খোঁজ মিলল এই সুড়ঙ্গের৷
দিগ্বিজয় মাহালি, পিংলা: বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তেই মিলল ১৫ ফুট লম্বা সুড়ঙ্গের হদিশ৷ সুড়ঙ্গের মধ্যে থেকে মিলল ইটের গাঁথনিও৷ শুধু তাই নয়, সুড়ঙ্গের শেষে মিলেছে কয়েকটি সিঁড়ির ধাপও৷ এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা অনিমা ঘোষের বাড়িতে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার বিডিও এবং পুলিশ৷ রহস্যময় সুড়ঙ্গ দেখতে ভিড় জমান কয়েকশো মানুষ৷
পিংলা ব্লকের রাজবল্লভ এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকার বাড়ী তৈরির কাজ করার জন্য ভিত খোলার কাজ চলছিল। কয়েকদিন ধরে ভিত খোলার পর আজ সকালেই দেখা গেল একটি বড় সুড়ঙ্গ পথ। চুন, সুরকি ও ইটের পাতলা আস্তরণ দিয়ে তৈরি এই সুড়ঙ্গ। প্রায় ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গের শেষে কয়েকটি সিঁড়ির ধাপও মিলেছে৷
advertisement
advertisement
ওই সুড়ঙ্গ দেখে স্পষ্ট, তা বহু বছর আগের তৈরি৷ বাড়ির বাসিন্দা অনিমা ঘোষ জানান, তিনি তাঁর শাশুড়ির থেকে শুনেছেন বহু বছর আগে ওই জায়গায় জমিদার বাড়ি এবং মন্দির ছিল৷ অনিমাদেবীর ধারণা, ওই সুড়ঙ্গ সেই সময়কারই৷
advertisement
প্রাথমিক ভাবে ওই সুড়ঙ্গ থেকে প্রত্নতাত্ত্বিক ভাবে গুরুত্বপূর্ণ কিছু মেলেনি বলেই জানিয়েছেন বিডিও৷ যদিও সুড়ঙ্গের ভিডিও তুলে বিশেষজ্ঞদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ পাশাপাশি আপাতত বাড়ি তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mystery tunnel at Pingla: বাড়ির ভিত খুঁড়তেই বেরিয়ে এল ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ! পিংলায় রহস্য, ছুটে এল পুলিশ-বিডিও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement